#বাংলাদেশ: সূত্র বঙ্গ ভোট। দু'দেশের বন্ধুত্বের বার্তা দেওয়ার মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Narendra Modi) দুদিনের বাংলাদেশ সফরের মধ্যেই ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। শুক্র ও শনি-দু’দিনের জন্য বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি জানিয়েছেন, চিন নিয়ে নয়া দিল্লির উদ্বেগ নিরসনেরও চেষ্টা করবে বাংলাদেশ। কিন্তু সেই সমস্ত দ্বিপাক্ষিক বিষয়ের থেকেও বড় হয়ে উঠছে বাংলাদেশের মোদির 'মতুয়া' মন জয়ের রাজনৈতিক চেষ্টা। আর সেই সূত্র মেনেই প্রধানমন্ত্রী মোদির সফরসঙ্গী হয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।
Visit to Orakandi sends good message -praying at temple here & striking a chord with people. It's giving recognition to Matua community in India & Bangladesh. Both PMs have important roles in taking the nations forward: BJP MP Shantanu Thakur in Orakandi, Bangladesh on PM's visit pic.twitter.com/1liHml4hi4
— ANI (@ANI) March 26, 2021
বাংলাদেশ থেকে শান্তনু ঠাকুর বলেছেন, 'ওরাকান্দিতে মন্দিরে প্রার্থনা করব আমরা। আর এতে বাংলাদেশ ও ভারতের মতুয়াদের পরিচিতি আরও বাড়বে। দুদেশের প্রধানমন্ত্রী নিজের দেশের জন্য কাজ করে চলেছেন।' এই মুহূর্তে ওরাকান্দিতেই রয়েছেন শান্তনু।
এবারের বঙ্গ ভোটে মতুয়া সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করতে তৎপর বিজেপি। লোকসভার সাফল্য ধরে রাখতে তাই বাংলাদেশে গিয়েও মতুয়া মন জয়ের চেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিদেশ সফরে কোনও দলীয় সাংসদকে সফরসঙ্গী করেছেন মোদি, এমন নজির খুব কম। অথচ সেই বাংলায় ভোটের মুখেই বাংলাদেশ সফরে তিনি সঙ্গী করেছেন শান্তনুকে।
সূত্রের খবর, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে কথা হতে পারে এনআরসি নিয়েও। আগে থেকেই নাগরিকত্ব আইনকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ হিসেবেই উল্লেখ করে এসেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী হাসিনার মন্ত্রকের তরফে অবশ্য হয়েছে, জোর করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। বরং বলা হয়েছে যাঁদের বাড়ি বাংলাদেশে, অর্থাৎ অবৈধভাবে ভারতে গিয়ে রয়েছেন যারা, তাঁদের ফিরিয়ে নিতে পারবে তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।