Bill Gates Paula Hurd: ৬৭-তে দাঁড়িয়েও নতুন করে প্রেমে পড়লেন বিল গেটস! প্রেমিকার সঙ্গে ছবি ভাইরাল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
২০২১ সালের মে মাসে নিজেদের আলাদা হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বিল এবং মেলিন্ডা। তবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য একসঙ্গেই কাজ করেন এই প্রাক্তন দম্পতি।
অস্ট্রেলিয়া: প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে সংসার করেছিলেন দীর্ঘ ২৭ বছর। বছর দু'য়েক আগেই বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছিল সেই অধ্যায়। এবার হাওয়ায় ভাসছে নতুন খবর। শোনা যাচ্ছে, মেলিন্ডার সঙ্গে সম্পর্কের সেই তিক্ততার রেশ এবার ভুলতে চলেছেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস। মহা সমারোহে তাঁর জীবনে এসে পড়েছে নতুন প্রেম। আর সেই প্রেমিকার নাম পলা হার্ড।
পলার স্বামী মার্ক হার্ড ছিলেন ওরাকল সংস্থার সিইও। ২০১৯ সালে তিনি মারা যান। শোনা যাচ্ছে, গত এক বছর অর্থাৎ, ২০২২ থেকেই প্রেম করছেন বিল গেটস এবং পলা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন মেন'স সিঙ্গলস এর ফাইনাল ম্যাচে গ্য়ালারিতে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে বসে থাকতে দেখা গিয়েছিল এই জুটিকে। এখন ভাইরাল হয়েছে সেই ছবি। তবে, এক বছর ধরে সম্পর্কে থাকলেও নাকি নিজের ছেলেমেয়ের সঙ্গে পলার পরিচয় পর্ব এখনও সারেননি বিল।
advertisement
আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১৫ হাজার, নিখোঁজ এক ভারতীয় ব্যবসায়ী
মেলিন্ডা এবং বিল-এর তিন সন্তান রয়েছে। প্রথম জন মেয়ে জেনিফার। ২৬ বছরের জেনিফার বর্তমানে সন্তানসম্ভবা। মেজ সন্তান ২৩ বছরের রোরি এবং ছোট মেয়ে ফিবি। সূত্রের খবর, এঁদের কারও সঙ্গেই নাকি পরিচয় হয়নি পলা'র।
advertisement
নেটিজেনরা বলছে, এক্কেবারে দু'য়ে দু'য়ে চার হয়ে গিয়েছে বিল এবং পলা'র অঙ্ক। দু'জনের জুটি একেবারে রাজযোটক। একজন বিবাহবিচ্ছিন্ন, অন্যজনের স্বামী সদ্যপ্রয়াত। তাছাড়া, বিল যেমন মাইক্রোসফট-এর কো-ফাউন্ডার, তেমনই পলা'রও দীর্ঘ কর্মজীবন কেটেছে বিভিন্ন সফটওয়্যাল কোম্পানির অন্দরে। পলা বর্তমানে National Cash Register (NCR)-এর sales and alliance management sector-এ কাজ করেন। এমনকি, সেবামূলক কাজ করার বিষয়েও দু'জনেরই আগ্রহ।
advertisement
আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে ১৭ ঘণ্টা! ভাইকে আগলে রাখল দিদি-র হাত, তারপর....
২০২১ সালের মে মাসে নিজেদের আলাদা হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বিল এবং মেলিন্ডা। তবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য একসঙ্গেই কাজ করেন এই প্রাক্তন দম্পতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 09, 2023 5:33 PM IST
