রহস্য ক্রমশ প্রকাশ্যে, অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন বিল গেটস, তৃতীয় ব্য়ক্তিকে মানতে পারেননি মেলিন্ডা

Last Updated:

ধনকুবের দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে ক'দিন আগেই। সম্পর্কে ইতি টানার ঘোষণা প্রকাশ্যে এনেছিলেন গেটস ফাউন্ডেশনের ২ কর্তা বিল গেটস (Bill Gates) ও মেলিন্ডা গেটস(Melinda Gates )।

#কলকাতা: ধনকুবের দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে ক'দিন আগেই। সম্পর্কে ইতি টানার ঘোষণা প্রকাশ্যে এনেছিলেন গেটস ফাউন্ডেশনের ২ কর্তা বিল গেটস (Bill Gates) ও মেলিন্ডা গেটস(Melinda Gates )। তবে এই সম্পর্কের বিচ্ছেদের কারণ হিসেবে সামনে এসেছে তৃতীয় এক পুরুষের নাম। এই তৃতীয় ব্যক্তিকেই মেনে নিতে পারেন নি মেলিন্ডা গেটস(Melinda Gates )। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের (Wall Street Journal) রিপোর্টে বলা হয়েছে, বহুদিন ধরে আমেরিকার আরেক ধনকুবের জেফরি এপস্টেইনের(Jeffrey Epstein) সঙ্গে যোগাযোগে ছিলেন বিল গেটস(Bill Getes)। এই জেফরি এপস্টেইনের বিরুদ্ধে শিশু, কিশোর পাচারের অভিযোগ রয়েছে। এমনকী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ঘটনার সুত্রপাত হয় ২০১৩ সালে। সেই সময় থেকেই বিল ও জেফরির যোগাযোগের বিষয়টি জানতেন মেলিন্ডা। এই সম্পর্ক নিয়ে মেলিন্ডা উদ্বেগে ছিলেন। বিবাহ বিচ্ছেদের কথা অনেকদিন আগে থেকেই ভাবছিলেন। ২০১৯ সালের পর থেকে সেই ভাবনা সিদ্ধান্তের রূপ নিতে শুরু করে এবং তিনি আইনজীবীদের থেকে পরামর্শ নিতে শুরু করেন।
এর আগে বিভিন্ন জার্নালও দাবি করেছে জেফরি এপস্টেইন(Jeffrey Epstein) ও বিল গেটস একটি সম্পর্কের মধ্যে ছিলেন। তবে মাইক্রোসফ-এর মুখপাত্র দাবি করেছেন যেমনটা মনে করা হচ্ছে সম্পর্কটা ঠিক তেমন নয়। জেফরির সঙ্গে বিলের যোগাযোগ কেবল আর্থিক কারণেই ছিল। একাধিক নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন(Jeffrey Epstein) । তার বিরুদ্ধে বহু মহিলা হেনস্থার অভিযোগ করে। শেষ জীবনে জেলে বন্দি ছিলেন জেফরি। ২০১৯ সালে ৬৬ বছর বয়সে জেলেই তার মৃত্যু হয়।
advertisement
৪ মে, একটি যৌথ বিবৃতিতে গেটস দম্পতি লেখেন, ‘আমরা দম্পতি হিসেবে আমাদের সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারব, এই বিশ্বাস আর নেই’। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার আবেদন করেছেন বিল এবং মেলিন্ডা দু’জনেই। তাঁরা আরও জানান “আমরা আমাদের ৩ সন্তানকে ভালভাবে বড় করেছি। আমরা একটা ফাউন্ডেশনও বানিয়েছি। এর মাধ্যমে অনেক মানুষের উপকার হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের আরও লক্ষ্য রয়েছ।সেগুলো পূরণের জন্য একসঙ্গে কাজ করবো”।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রহস্য ক্রমশ প্রকাশ্যে, অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন বিল গেটস, তৃতীয় ব্য়ক্তিকে মানতে পারেননি মেলিন্ডা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement