হোম /খবর /বিদেশ /
এই বিশেষ কারণে মাসে একবার পাঁচ সন্তানের সঙ্গে লাঞ্চ করেন বিশ্বের ধনীতম ব্যক্তি!

Bernard Arnault: মাসে একবার পাঁচ সন্তানের সঙ্গে দুপুরে খেতে বসেন বিশ্বের ধনীতম ব্যক্তি! ধনকুবেরের এই কাজের পিছনে আসল কারণ জানলে চমকে যাবেন

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি ফরাসি শিল্পপতি বার্না আরনো

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি ফরাসি শিল্পপতি বার্না আরনো

Bernard Arnault: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেড় ঘণ্টা ধরে চলে লাঞ্চ

  • Share this:

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি ফরাসি শিল্পপতি বার্না আরনো। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ (এলভিএমএইচ)-এর কর্ণধার এই ধনকুবের নাকি মাসে এক বার তাঁর পাঁচ সন্তানের সঙ্গে লাঞ্চ করেন। তাঁর সংস্থার প্রধান কার্যালয়ের ব্যক্তিগত ডাইনিং হল-এ বসে সেই আহার আসর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেড় ঘণ্টা ধরে চলে লাঞ্চ। সেখানেই শৌখিন পসরার ব্যবসার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন ধনকুবের আরনো। এর পর ৭৪ বছর বয়সি ধনকুবের নাকি আলাদা করে তাঁর প্রত্যেক সন্তানের কাছে যান। জানতে চান তাঁদের মতামত এবং পরামর্শ।

জানা গিয়েছে এটা নিছক লাঞ্চ নয়। বরং এ হল উত্তরাধিকার নির্বাচনের পন্থা। সন্তানদের উত্তর থেকেই নাকি ধনীতম ব্যক্তি ঠিক করেন কে হবে তাঁর বিশ্বজোড়া বাণিজ্যের উত্তরাধিকারী। এখনও পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেননি কোন সন্তানকে দিয়ে যাবেন রাজপাট। জানতে চাইলেই বলেন, যোগ্যতা অনুযায়ী উত্তরাধিকার বর্ষিত হবে। প্রতি মাসে এই লা‍‍ঞ্চ সেশন কার্যত রাজ্যপাটের পরবর্তী পতাকাবাহীর কষ্টিপাথর যাচাই।

 

প্রসঙ্গত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত বছরের শেষ দিকে মসিয়ঁ আরনো তাঁর ধনসম্পদ ও বিত্তে টেক্কা দিয়ে যান টেসলা সিইও এলন মাস্ক-কে। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ২০৮ বিলিয়নের বলে জানা গিয়েছে। আরনো-র সংস্থার ছাতার নীচে বিরাজমান লুই ভিতোঁ, বুলগারি, তিফানি, ক্রিশ্চিয়ান দি’ওর, সেফোরা-সহ একাধিক নামী দামী ব্র্যান্ড।

 

ইতিমধ্যেই সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব আরনো সঁপেছেন তাঁর সন্তানদের। কিন্তু তাঁর বিশাল সাম্রাজ্যের সিংহভাগের কর্ণযদার কে হবেন, সে নাম এখনও অধরা বিশ্ববাসীর কাছে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bernard Arnault, World's Richest Man