ব্যাঙ্ক সঙ্কট মোকাবিলার দিশা, অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুরস্কার পেলেন বেন এস বারনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ দিভবিগ।
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ৷ সোমবার স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কার পেলেন বেন এস বারনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ দিভবিগ।
আর্থিক বিপর্যয়ের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ভূমিকা, দেশের আর্থিক অবস্থা সেই দেশের ব্যাঙ্কগুলির কার্যকলাপের উপর কীভাবে বা নির্ভর করে, এসবের উত্তর খুঁজেই এই জয়ের শিরোপা৷ নোবেল কমিটি জানিয়েছে, এই গবেষণা বুঝিয়ে দিয়েছে ব্যাঙ্কের পতন রোধ করা কেন জরুরি। নোবেল পুরস্কারের অর্থ পুরস্কার প্রাপকদের হাতে ১০ ডিসেম্বর তুলে দেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 9:53 PM IST