বাংলাদেশের ছাত্র আন্দোলন ক্রমশ প্রকট হচ্ছে, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Last Updated:
ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, রবিবার তা কার্যত মারাত্মক আকার ধারণ করে। বেপরোয়া যান চলাচলে নিয়ন্ত্রন নেই সরকারের ।
#ঢাকা: ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, রবিবার তা কার্যত মারাত্মক আকার ধারণ করে। বেপরোয়া যান চলাচলে নিয়ন্ত্রন নেই সরকারের । আর সেই কারণেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ছাত্রের । তারপর থেকেই ঢাকার খিলাফত এর পরিস্থিতি খারাপ হতে শুরু করে । ভাঙচুর চলে একাধিক গাড়ি । রাস্তায় বসে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে সরব হয় ছাত্ররা। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে , তড়িঘড়ি বিবৃতি দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী । সরকার ছাত্রদের পাশে আছে বলেও গতকাল জানান তিনি। তবে মন্ত্রীর কথায় চিড়ে ভেজেনি। নিজেদের দাবিতেই এখনও অবরুব্ধ জনজীবন। ঢাকা চত্বরের প্রায় শতাধিক স্কুল-কলেজ বন্ধ । খোলেনি কলেজ-বিশ্ববিদ্যালয়ও ।
ছাত্র আন্দোলনের পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু একচুলও নিজেদের দাবি থেকে সরেননি ছাত্ররা ৷ ছাত্রদের আন্দোলনে লাগাম টানতে মোবাইল ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রবিবার স্থানীয় সময় দুপুর একটায় স্কুল কলেজের প্রায় কয়েক হাজার পড়ুয়া পথে নামে ৷ তারাই রাজধানীর ট্রাফিক কন্ট্রোল করতে শুরু করেন ৷ আন্দোলন নিয়ন্ত্রনে আনতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ ৷
advertisement
advertisement
পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে পড়েন ছাত্ররা ৷ আন্দোলনরত এক ছাত্র জানায়, ‘শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন করছিলাম ৷ কিন্তু আচমকাই টিয়ায় গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহতও হয়েছে ৷’
শুধু ছাত্ররাই নয় ৷ সাংবাদিকদের উপরও আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ ৷ বাসচাপায় ছাত্র নিহতের সঠিক বিচারের দাবিতে এবং সড়ক পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে মুখর রাজপথ
advertisement
মোবাইলের ৩জি এবং ৪জি পরিষেবাও ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷
BangladeshisBleeding এবং bangladeshstudentprotests-এও বিক্ষোভ উপচে পড়ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷
#BangladeshisBleeding#bangladeshstudentprotests Please stand with us pic.twitter.com/3KWDX1rNDz
— Sharmin Bonny (@BonnySharminq) August 5, 2018
দেখুন ছবি:
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2018 5:24 PM IST