Bangladesh news: দেশ ছেড়েছেন, এবার ইউনূসকে আইনি চিঠি ধরালেন বাংলাদেশের ধনকুবের! সঙ্গে বিরাট হুঁশিয়ারি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই ধনকুবেরের আইনজীবীদের অভিযোগ, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার৷
ঢাকা: বাংলাদেশের ক্ষমতাসীন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেদেশেরই একজন ধনকুবের৷ বাংলাদেশি ওই শিল্পপতির নাম মহম্মদ সইফুল আলম৷ তিনি বাংলাদেশের এস আলম শিল্প গোষ্ঠীর কর্ণধার৷ ইউনূস সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম ধনকুবেরের আইনজীবী৷
অভিযোগ, শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ক্ষমতায় এসে এস আলম শিল্প গোষ্ঠীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে মহম্মদ ইউনূস সরকার৷ ইউনূস সরকারের অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সইফুল আলম নামে ওই শিল্পপতি কয়েক বিলিয়ন ডলার বেআইনি ভাবে বিদেশে পাচার করে দিয়েছেন৷ এর পর ক্ষমতায় এসেই মহম্মদ ইউনূস সরকার ওই শিল্পগোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে৷
advertisement
জানা গিয়েছে, বাংলাদেশের ওই অন্যতম ধনী ওই শিল্পপতির সিঙ্গাপুরের নাগরিকত্ব রয়েছে৷ সিঙ্গাপুরের নাগরিক হিসেবেই তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন মহম্মদ সইফুল আলম৷ ওই শিল্পপতির আইনজীবী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টাকে নোটিস পাঠিয়েছেন৷ সেই নোটিসে বলা হয়েছে, ছ মাসের মধ্যে দু পক্ষ বসে বিষয়টি মিটমাট না করলে তাঁরা আন্তর্জাতিক সালিশি আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করবেন৷
advertisement
advertisement
ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ১৮ ডিসেম্বরের পাঠানো চিঠিতে ওই ধনকুবেরের দুই আইনজীবী জানিয়েছেন, ২০১১ সাল থেকে আলম এবং তাঁর পরিবার স্থায়ী ভাবে সিঙ্গাপুরে বসবাস করতে শুরু করেন৷ ২০২০ সালে তাঁরা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন৷ ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে আলম এবং তাঁর পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের নাগরিকত্ব পান৷
আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানকেও ছাপিয়ে গেল বাংলাদেশ! কয়েক মাস দেশ চালিয়েই লজ্জার নজির গড়়লেন ইউনূস
advertisement
ওই ধনকুবেরের আইনজীবীদের অভিযোগ, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার৷ এমন কি, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশে প্রবেশের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ ফলে বাংলাদেশে নিজেদের যাবতীয় সম্পত্তির এবং ব্যবসার উপরে নিয়ন্ত্রণ হারাতে থাকেন সইফুল আলম৷ আরও অভিযোগ, সইফুল আলম বাংলাদেশে যে বিপুল বিনিয়োগ করেছিলেন, গত কয়েকমাসের অরাজকতায় তার একটা বড় অংশই ধ্বংস করা হয়েছে৷ এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদাসীন মনোভাবকেও দায়ী করেছেন ওই ধনকুবেরের আইনজীবীরা৷
advertisement
যদিও ওই শিল্পপতির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ তবে গত অক্টোবর মাসে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন গভর্নর এহসান মনসুর অভিযোগ করেন, ব্যাঙ্কিং ব্যবস্থাকে এড়িয়ে এবং কারচুপি করে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন সইফুল আলম৷ বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের দাবি, সইফুল আলমের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় কেলেঙ্কারি হিসেবেই গণ্য করা হয়৷
advertisement
বাংলাদেশে পোশাক, নির্মাণ, খাদ্য দ্রব্য এবং ব্যাঙ্কিং ক্ষেত্রেও ব্যবসা রয়েছে এস আলম গোষ্ঠীর৷ যদিও বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের আনা যাবতীয় দুর্নীতির অভিযো অস্বীকার করেছে তারা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 10:44 AM IST