এ'বছর পুজোয় কলকাতায় থাকছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা অপু
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পরেশ পালের কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং জাভেদ খানের ৬৯ পল্লি তপসিয়া গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এ বার নয়া চমক। পুজোর মুখ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস
গত ২ বছর করোনার চোখরাঙানিতে ভাটা পড়েছিল দুর্গাপুজোয়! হাজার বিধিনিষেধ ছিল! কিন্তু এ'বছর মারণ ভাইরাসের প্রকোপ কমতেই চারদিকে সাজো-সাজো রব। শুধু এপার বাংলাই নয়, ওপার-বাংলাও মেতে উঠেছে পুজোর আনন্দে। মণ্ডপ তৈরি থেকে প্রতিমা নির্মাণ, পুজোর বাজারহাট চলছে জোরকদমে।
পরেশ পালের কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং জাভেদ খানের ৬৯ পল্লি তপসিয়া গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এ বার নয়া চমক। পুজোর মুখ বাংলাদেশের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস। অপু, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের স্ত্রী এ বার দুই বাংলাকে জুড়লেন শারদীয়ার উপলক্ষে। জাভেদ খানের পুজোয় বঙ্গবন্ধুর সম্প্রীতির বিশ্বজনীন বার্তা দিতে ওপার বাংলার প্রথম সারির নায়িকা অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছে। বিনা পারিশ্রমিকে অপু বিশ্বাস দুর্গা সাজছেন। জানালেন, এ 'বছর পুজোয় কলকাতায় থাকছেন তিনি।
advertisement
তাঁর বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লাল পেড়ে সাদা শাড়ি পরে রয়েছেন অপু। গলায় লম্বা লম্বা রুদ্রাক্ষের মালা। চুল ঢেউ খেলিয়ে কাঁধের দুই পাশে সাজানো। হাতে পায়ে আলতা মাখা। হাতে শাখা-পলা। কপালে তৃতীয় চোখ আঁকা সযত্নে। কান থেকে নাকে ঝোলানো হয়েছে সোনার দুল। কোথাও আবার পদ্মের মালা পরে হাতে ত্রিশূল নিয়ে ছবি তুলেছেন। শরীর ভর্তি সোনার গয়না।
advertisement
advertisement
সম্প্রতি টলিউডে তাঁর প্রথম ছবির প্রথম 'লুক' প্রকাশ পেয়েছে। নচিকেতার গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে 'শর্টকাট'। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক, শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুকে। বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্বকে নিয়ে গল্প বুনেছেন শিল্পী নচিকেতা। বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন অপু।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 7:34 PM IST