বাস দুর্ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যু ঘিরে বাংলাদেশে ছাত্রদের প্রতিবাদের ঝড়, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

Last Updated:

দুর্ঘটনা দুই পড়ুয়ার মৃত্যু হওয়ায় গ্রেফতার করা হয়েছে বাসের মালিককে ৷ অন্যদিকে গোটা ঘটনার প্রতিবাদে আগামিকাল বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক ৷

#ঢাকা: বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হল বাংলাদেশের নানা জায়গায় ৷ প্রতিবাদের ঝড় ওঠে ঢাকার রাজপথে ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ঢাকার শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায় ৷ প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কগুলো অবস্থান বিক্ষোভ শুরু করেছে ৷
সংবাদসংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনা দুই পড়ুয়ার মৃত্যু হওয়ায় গ্রেফতার করা হয়েছে বাসের মালিককে ৷ অন্যদিকে গোটা ঘটনার প্রতিবাদে আগামিকাল বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক ৷
রবিবার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত চার দিন ধরেই রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।
advertisement
advertisement
দুর্ঘটনার জন্য দায়ী চালকদের ফাঁসি এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বুধবারও সারা দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ চলতে থাকে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ অন্যান্য শহরেও।
দেখুন সেই প্রতিবাদের ছবি- 
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাস দুর্ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যু ঘিরে বাংলাদেশে ছাত্রদের প্রতিবাদের ঝড়, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement