Bangladesh School Text Book Controversy: ফের বিতর্কে বাংলাদেশ! ‘বঙ্গবন্ধু নন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন...’ ৭১-এর মুক্তিযুদ্ধের তথ্য পাল্টে নতুন ‘ইতিহাস’ লেখা হচ্ছে পড়শি দেশের স্কুলের পাঠ্যবইয়ে!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bangladesh School Text Book Controversy: পাঠ্যবই সংস্কার পর্বের সঙ্গে যুক্ত লেখক তথা গবেষক রাখাল রাহা বলেন তাঁদের লক্ষ্য হল পাঠ্য থেকে ‘অতিরঞ্জিত এবং চাপিয়ে দেওয়া ইতিহাস’ বাদ দেওয়া৷
ঢাকা : তথ্য পরিবর্তনে পাল্টে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস! বাংলাদেশে কার্যত এই অভিযোগ উঠল মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে৷ ভারতের পড়শি দেশে স্কুলের পাঠ্যবইয়ে এ বার লেখা হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়ায়ুর রহমান৷ এর আগে পাঠ্যবইয়ে লেখা ছিল ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান৷ এ বার বঙ্গবন্ধুর জায়গায় আসছে জিয়াউর রহমানের নাম৷ বাংলাদেশের প্রথম সারির ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী একাধিক পরিবর্তন-সহ নতুন পাঠ্যবই প্রাইমারি ও সেকেন্ডারির পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ১ জানুয়ারি থেকে৷
বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড-এর চেয়ারম্যান প্রোফেসর একেএম রিয়াজুল হাসান জানান ২০২৫-এর নতুন শিক্ষাবর্ষ থেকেই পড়ানো হবে নতুন পাঠ্যবইয়ে৷ তাঁর কথায়, ‘‘১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান৷ ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধুর হয়ে আরও একবার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন৷’’
পাঠ্যবই সংস্কার পর্বের সঙ্গে যুক্ত লেখক তথা গবেষক রাখাল রাহা বলেন তাঁদের লক্ষ্য হল পাঠ্য থেকে ‘অতিরঞ্জিত এবং চাপিয়ে দেওয়া ইতিহাস’ বাদ দেওয়া৷ তাঁর কথায়, ‘‘যাঁরা পাঠ্যবই সংস্কার করেছেন তাঁদের দাবি পাকিস্তানি সেনার হাতে গ্রেফতার হওয়ার সময় ওয়্যারলেস মেসেজে বঙ্গবন্ধুর কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে তথ্য এতদিন প্রচলিত ছিল, সেগুলির কোনও তথ্যনিষ্ঠতা নেই৷ তাই সেগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : কালিম্পঙের থেকেও বেশি ঠান্ডা পুরুলিয়ায়! পাল্লা দিচ্ছে ঝাড়গ্রামও! শুক্র-শনি কলকাতা কি কনকনে? বৃষ্টিও হবে? জানুন আপডেট
এই প্রসঙ্গে বিতর্ক ওঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রিয়াজুল হাসান৷ তাঁর কথায়, ‘‘অবশ্যই কোনও বিতর্ক উঠবে না৷ এটা আওয়ামি লিগ বা বিএনপি-র সঙ্গে জড়িত কোনও বিষয় নয়৷ এটা জাতীয় প্রসঙ্গ৷ আমরা চাই মৌলানা ভাসানি এবং তাজউদ্দিন আহমেদ, যাঁদের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান ছিল, তাঁদের যোগ্য স্বীকৃতি দেওয়া হোক৷ আমাদের লক্ষ্য হল নিরবচ্ছিন্ন ও তথ্যনির্ভর বিষয় পাঠ্যে দেওয়া৷’’
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 3:31 PM IST