Bangladesh election 2018: বাংলাদেশে শুরু ভোটগ্রহণ
Last Updated:
#ঢাকা: বাংলাদেশে শুরু হয়ে গেল নির্বাচন পর্ব ৷ রবিবার সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ চলবে বিকেল ৪ পর্যন্ত ৷ কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করবে তা নির্ধারিত হবে আজ। ৩৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এই নির্বাচনে যার মধ্য মূলত লড়াই আওয়ামী লিগ (নৌকা) ও বিএনপির (ধানের শীষ) মধ্যে। ভোটে আওয়ামী লিগ নেতৃত্ব দিচ্ছে মহাজোটের। ১৪ দলীয় জোটের নেতৃত্বেও আছে দলটি। আর বিএনপি আছে ২০ দলের নেতৃত্বে ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক হিসেবে।
এবারই প্রথম ইভিএমে ভোট হচ্ছে ছটি আসনে ৷ ইভিএমে ভোট হবে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে। এসব আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে ব্যালটে ভোট হওয়া আসনগুলোর ফল পেতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন Bangladesh elections 2018: চতুর্থবারের জন্য কি ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন শেখ হাসিনা ?
advertisement
advertisement
আওয়ামী লিগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তাঁর দলই এবার আসছে ক্ষমতায় ৷ অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ভোটে কারচুপি না হলে তাঁরাই জিতবেন। তিনি ভোটকেন্দ্র পাহারা দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
Location :
First Published :
December 30, 2018 8:54 AM IST