ভারতে আজ আনন্দের স্বাধীনতা দিবস, বাংলাদেশে শোকের দিন! হাড়হিম সেই ইতিহাস জানেন?

Last Updated:

Bangladesh News: বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের নেতা কর্মীসহ সাধারণ মানুষ।

বাংলাদেশে জাতীয় শোক দিবস
বাংলাদেশে জাতীয় শোক দিবস
#ঢাকা: একদিকে যখন ভারতজুড়ে ৭৬ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, তখন প্রতিবেশী বাংলাদেশে আজ শোকের দিন। ১৫ অগাস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। শোকের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে বিপথগামী কিছু সেনা সদস্য বঙ্গবন্ধু মুজিবর রহমানকে হত্যা করে। সেই সেনার হাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন।
বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের নেতা কর্মীসহ সাধারণ মানুষ। এ ছাড়া সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ভোর রাতে সেনাবাহিনীর কয়েকজন ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন মুজিবর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
advertisement
পৃথিবীর অন্যতম জঘন্য এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতে আজ আনন্দের স্বাধীনতা দিবস, বাংলাদেশে শোকের দিন! হাড়হিম সেই ইতিহাস জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement