Bangladesh Miss Universe 2026: মিস ইউনিভার্সে নজর কেড়ে নিলেন বাংলাদেশের মিথিলা, বিতর্কিত পুরস্কার মঞ্চে চমকের পর চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh Miss Universe 2026: সব জল্পনা-কল্পনা পেরিয়ে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা পৌঁছে গেলেন মিস ইউনিভার্স ২০২৫-এর সেরা ৩০-এ।
ঢাকা: এবারের মিস ইউনিভার্স নিয়ে বিতর্ক চলছেই সেই প্রথম থেকে। এর মাঝেও বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে আসছেন। ২১ নভেম্বর অর্থাৎ আজ, অনুষ্ঠিত হচ্ছে মূল পর্ব।
এর মাঝেই সুখবর এল। সব জল্পনা-কল্পনা পেরিয়ে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা পৌঁছে গেলেন মিস ইউনিভার্স ২০২৫-এর সেরা ৩০-এ। এর আগে পিপলস চয়েস ভোটে বেশ এগিয়ে থাকলেও তৃতীয় স্থান অধিকার করেন মিথিলা। এখানে প্রথম হলেও সরাসরি সেরা ৩০-এ সুযোগ পেতেন তিনি।
advertisement
advertisement
তবে নিজের লুক ও পারফরম্যান্স দিয়েই তিনি এই অনন্য নজির অর্জন করলেন, সেটিও খুব স্পেশাল। ন্যাশনাল কস্টিউম রাউন্ড আর গাউন রাউন্ডে বেশ নজর কেড়েছেন তিনি সকলের। সেরা ৩০-এ এই অবস্থান তাঁর প্রাপ্য, এমনই বলছেন সকলে। এদিকে মিস ইউনিভার্স ভেনেজুয়েলার অপ্রীতিকর আচরণ ও সেটিকে গ্রেসফুলি মিথিলার সামলে নেওয়ার ভিডিও ক্লিপটিও বেশ আলোচনায় এখন। বলা হচ্ছে, মিথিলা বেশ ভালোভাবেই নিজের অবস্থান ঠিক রেখে পরিস্থিতি মোকাবিলা করেছেন এখানে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 10:19 AM IST

