নিজাম শহরে ‘বিরাট’ নজির, টানা ৬টি সিরিজ জয় ভারতের !

Last Updated:

ভারত: ৬৮৭/৬ ডিক্লেয়ার ও ১৫৯/৪ ডিক্লেয়ার, বাংলাদেশ: ৩৮৮ ও ২৫০ ( ১০০.৩ ওভার)

ভারত: ৬৮৭/৬ ডিক্লেয়ার ও ১৫৯/৪ ডিক্লেয়ার
বাংলাদেশ: ৩৮৮ ও ২৫০ ( ১০০.৩ ওভার)
ভারত জয়ী ২০৮ রানে 
advertisement
#হায়দরাবাদ:  উপ্পলে সোমবার ভারতের টেস্ট জয়টা ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ শেষ দিনে বিরাটদের প্রয়োজন ছিল বিপক্ষের  সাতটা উইকেট তুলে নেওয়ার ৷ হাতে ছিল গোটা একটা দিন ৷ কিন্তু দু’টো সেশনও পুরো টিকতে পারল না বাংলাদেশ ৷ সিরিজের একটা মাত্র টেস্টই ২০৮ রানে হাসতে হাসতে জিতে বেরিয়ে গেল বিরাট অ্যান্ড কোম্পানি ৷
advertisement
নিজামের শহরে এই টেস্ট জয়ের সঙ্গে সঙ্গেই টানা ১৯ টেস্ট এখন অপরাজিত বিরাটের ভারত ৷ টানা ছ’টা সিরিজও এখন জেতা সম্পূর্ণ টিম ইন্ডিয়ার ৷ ১৯ টা টেস্টে মধ্যে ১৫টি-তে ভারত জিতেছে ৷ তিনটি টেস্ট ড্র হয়েছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত ৷
হায়দরাবাদে এদিন ২৫০ রানেই গুটিয়ে য়ায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ৷ টেস্ট জিততে পঞ্চমদিন মূখ্য ভূমিকাটা নিলেন অশ্বিন, জাদেজা এবং ইশান্ত ৷  ভারতের দুই স্পিনার পেয়েছেন ৪টি করে উইকেট ৷ দু’টি উইকেট ইশান্তের ৷
advertisement
শ্রীলঙ্কা থেকে জার্নিটা শুরু হয়েছিল, হায়দরাবাদে এদিন সেই বৃত্ত সম্পূর্ণ হল। ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার মাঠে, ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় লিখলেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম অধিনায়ক হিসেবে টানা ছ’টি সিরিজ জয়ের নজির গড়লেন। সেইসঙ্গে পুর্ণতা দিলেন টিম বিরাটকে। বাংলাদেশকে ২০৮ রানে হারিয়ে টানা ১৯টি টেস্ট ম্যাচে অপরাজিত থাকল ভারত। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটা পরিত্যক্ত ম্যাচকে বাদ দিলে, পরিসংখ্যান বলছে ১৫টি টেস্টে জয় ভারতের। তিনটি টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে প্রয়োজন ছিল ৩৫৬ রান ৷ পঞ্চম দিনে চায়ের আগেই সব শেষ। আড়াইশো রানে অলআউট ছোটো ভাইরা। চারটি করে উইকেট সেই অশ্বিন-জাডেজার। বাকিটা ইশান্তের। এবার অস্ট্রেলিয়া আসছে। ২৩ ফেব্রুয়ারি থেকে নতুন যুদ্ধ শুরু পুণেতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
নিজাম শহরে ‘বিরাট’ নজির, টানা ৬টি সিরিজ জয় ভারতের !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement