#ঢাকা: ঢাকার গুলশন হামলায় চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করল র্যাব ৷ ১ জুলাই গুলশনের হোলি আর্টিজন রেস্তোরাঁয় জঙ্গি হামলায় যুক্ত এক মহিলা ও তিন জন পুরুষের ছবি প্রকাশ করল বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ৷ একইসঙ্গে বর্ধমান থেকে আটক আইএস জঙ্গি মুসার সঙ্গে গুলশনের সন্ত্রাসবাদী হামলার গভীর যোগসূত্র প্রকাশ পেল ৷
সন্দেহভাজনদের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে র্যাব ৷ যাতে দেখা যাচ্ছে, চারজন সন্দেহভাজনের একটি দল হোলি আর্টিজনের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ৷ গোয়েন্দাদের অনুমান, ফুটেজে রূপোলি রঙের যে মাইক্রো বাসটি দেখতে পাওয়া যাচ্ছে, জঙ্গিরা ওতে করেই হোলি আর্টিজনে হামলা চালাতে এসেছিল ৷
র্যাব তাদের ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করেছেন ৷ যাতে সব সাধারণ মানুষ ফুটেজটি দেখে সন্দেহভাজনদের শনাক্ত করতে সাহায্য করেন ৷ গোয়েন্দারা সবাইকে অনুরোধ করেছেন সন্দেহভাজনদের কোনও তথ্য জানা থাকলে তা তৎক্ষণাৎ পুলিশকে জানাতে ৷
গত ১ জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকার এক রেস্তোরাঁয় হামলা চালায় আইএস জঙ্গিরা ৷ বছরের ১৯-এর ভারতীয় মেয়ে তারিশি জৈন সহ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বাংলাদেশ গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানীর ওসি সালাউদ্দিনের।
যদিও১৩ মিনিটের অপারেশন থান্ডারবোল্ট-এর মাধ্যমে রেস্তোরাঁকে জঙ্গিমুক্ত করে সেনা ৷ ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় মোট নয় জন জঙ্গি ৷ সেনার গুলিতে নিহত হয় ছয় জঙ্গি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV Footage, Dhaka, Dhaka Terror Attack, Dhaka Terrorist, Gulshan Terror Attack, Holy Artigen, ISIS, RAB, Terrorist Picture