Bangladesh ISKCON situation: এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি, মামলা হল বাংলাদেশের হাইকোর্টে! আদালতে কী বলল ইউনূস সরকার?

Last Updated:

মণিরুজ্জামান নামে একজন আইনজীবী বিচারপতি ফারাহ মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদন করেন৷

ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের অশান্ত বাংলাদেশ৷ ছবি-এপি
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের অশান্ত বাংলাদেশ৷ ছবি-এপি
ঢাকা: এবার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জমা পড়ল বাংলাদেশের হাইকোর্টে৷ যদিও এ বিষয়ে কোনও নির্দেশ জারি করার আগে বাংলাদেশ সরকারের মতামত চেয়েছে হাইকোর্ট৷
এর পাশাপাশি চট্টগ্রাম এবং রংপুরেও জরুরি অবস্থা জারি করার জন্য আর্জি জানানো হয়েছে এই আবেদনে৷ মণিরুজ্জামান নামে একজন আইনজীবী বিচারপতি ফারাহ মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদন করেন৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মদতেই এই মামলা হয়েছে বলে খবর৷
advertisement
advertisement
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ৷ গতকাল আদালতে পেশ করা হলেও ইসকনের এই সন্ন্যাসীর জামিনের আর্জি খারিজ হয়ে যায়৷ চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার৷
বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান আদালতে জানান, কিছু মানুষ বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে৷ সাম্প্রতিক এই ইস্যু নিয়ে সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে৷ তিনি আরও দাবি করেছেন, অশান্তিতে লাগাম টানতে বাংলাদেশ সরকার জাতীয় সংহতি গড়ে তোলার চেষ্টা করছে৷
advertisement
তবে বাংলাদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন৷ ইসকনকে কেন্দ্র করে কী পদক্ষেপ করা হয়েছে এবং ইসকনকে কেন্দ্র করে সাম্প্রতিক কী কী পরিস্থিতি তৈরি হয়েছে, আগামিকালের মধ্যে সরকারকে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার৷
ইসকনকে নিষিদ্ধ করার এই আবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের নেতা মৃত্যুঞ্জয়কুমার রায়৷ তিনি জানান, ইসকন একটি শান্তিকামী সংগঠন যারা শ্রীকৃষ্ণের কথা প্রচার করে এবং গরিব মানুষের জন্য কাজ করে৷
advertisement
গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে পথে নামেন বাংলাদেশের হিন্দুরা৷ গতকাল চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতে পেশ করার সময় তাঁর অনুগামী এবং ভক্তদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রামের আদালত চত্বর৷ অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় এক আইনজীবীর৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে কড়া বিবৃতি দিয়েছে ভারত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh ISKCON situation: এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি, মামলা হল বাংলাদেশের হাইকোর্টে! আদালতে কী বলল ইউনূস সরকার?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement