Bangladesh Election Results 2024: রেকর্ড-জয় হাসিনার! বাংলাদেশে ফের নৌকোর জয়যাত্রা! সর্বশেষ রিপোর্টে ৯৫ আসনে জয়ী আওয়ামি লিগ ও শরিক দল!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh Election Results 2024: বাংলাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস রুখে ফের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠনের পথে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। রবিবার সন্ধে সাড়ে ৭টার পরই ভোটের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে।
ঢাকা : বাংলাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস রুখে ফের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠনের পথে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। রবিবার সন্ধে সাড়ে ৭টার পরই ভোটের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া কোটালিপাড়া) কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হাসিনা। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় আড়াই লক্ষ। ফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিপুল অঙ্কের ব্যবধানে স্বভাবতই খুশি ক্ষমতাসীন আওয়ামি লিগ। আগামী ৫ বছরের জন্য ফের বাংলাদেশের ক্ষমতার রাশ থাকছে তাদের হাতেই।
advertisement
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ বেসরকারি ফলাফল বলছে, আওয়ামি লিগ ও শরিক দলের প্রার্থী জয়ী হয়েছেন ৯৫আসনে। জাতীয় পার্টি ৭ স্বতন্ত্র 2৬ অন্যান্য ০। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকা ও একটিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে সিলেটে পাঁচটিতে আওয়ামি লিগ ও একটিতে স্বতন্ত্র দলের প্রার্থী জয়ী হয়েছেন। রোববার রাত সোয়া ১টার দিকে রিটার্নিং আধিকারিক সূত্রে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 1:22 AM IST