বন্ধ হল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল !

Last Updated:

বিপুল অঙ্কের দেনার দায়ে শেষপর্যন্ত বন্ধই হয়ে গেল বাংলাদেশের প্রথম মোবাইল পরিষেবা প্রদাণকারি সংস্থা ৷

#ঢাকা:  বিপুল অঙ্কের দেনার দায়ে শেষপর্যন্ত বন্ধই হয়ে গেল বাংলাদেশের প্রথম মোবাইল পরিষেবা প্রদাণকারি সংস্থা প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড বা সিটিসেল ৷
বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয়ে ঢুকে কোম্পানি বন্ধ করে দেয় বাংলাদেশের টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ৷ দেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে,  বিপুল বকেয়া শোধ করতে না পারাতেই সিটিসেলকে শেষপর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সরকারের পক্ষ থেকে এর আগেও সিটিসেলকে বকেয়া টাকা শোধ করার জন্য অনেক সময় এবং সুযোগ দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের কাছে কোটি কোটি টাকা দেনা রয়েছে সংস্থার ৷ আর এই সংস্থার গ্রাহক সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে দিন দিন ৷ তাই কোম্পানি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী তারানা হালিম ৷বিটিআরসি সূত্রে জানা গিয়েছে, মোট বকেয়ার ৪৭৭ কোটি টাকার দুই-তৃতীয়াংশ ৩১৫ কোটি টাকা বুধবার নির্ধারিত সময়ে পরিশোধ না করাতেই সংস্থা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
বন্ধ হল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement