আতসবাজির বাজারে আগুন ! মেক্সিকোতে মৃত কমপক্ষে ২৯
Last Updated:
আতসবাজির বাজারে আগুন লেগে মেক্সিকোতে মৃত্যু হল ২৯ জনের। আহত হয়েছে কমপক্ষে আরও ৭২ জন।
#মেক্সিকো সিটি : আতসবাজির বাজারে আগুন লেগে মেক্সিকোতে মৃত্যু হল ২৯ জনের। আহত হয়েছে কমপক্ষে ৭২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর টাল্টপেক শহরে অবস্থিত দেশের সবথেকে বড় সান পাবলিটো আতসবাজির বাজারে।
মেক্সিকোর স্টেট প্রসিকিউটর অ্যালেজান্দ্রো গোমেজ জানান, “আমরা এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৯টি মৃতদেহ উদ্ধার করেছি।”
advertisement
Decenas de muertos, al menos 70 heridos y 100 desaparecidos tras gran explosión en #Tultepec, Estado de #Méxicopic.twitter.com/rF6wRG9DNt
— Manuel Escalera (@ManuelEscalera) December 21, 2016
advertisement
বাজির বাজারে আগুন লাগার প্রকৃত কারণ অবশ্য এখনও জানা যায়নি ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আগুন লাগতেই বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটতে থাকে ৷ মানুষ প্রাণে বাঁচতে এদিক ওদিক পাগলের মতো ছোটাছুটি করলেও আগুনের হাত থেকে বাঁচতে পারেননি অনেকেই ৷ এর আগে ২০০৫ সালেও এই বাজি বাজারে ভয়াবহ আগুন লাগে ৷ ওই ঘটনায় সেবারও অনেক মানুষ আহত হয়েছিলেন ৷ ১১ বছর পর ফের একই ঘটনা ঘটল এখানে ৷
advertisement
Location :
First Published :
December 21, 2016 10:08 AM IST