ফ্লোরিডায় নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় মৃত ৫০, গুলিবিদ্ধ বহু

Last Updated:

আরও একবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে ৷ রবিবার ভোররাতে ফ্লোরিডার একটি সমকামী নাইট ক্লাবে হামলা চালায় বন্দুকধারী দুষ্কৃতি ৷

#ফ্লোরিডা: আরও একবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে ৷ রবিবার ভোররাতে ফ্লোরিডার একটি সমকামী নাইট ক্লাবে হামলা চালায় বন্দুকধারী দুষ্কৃতি ৷ এলোপাথারি গুলিতে ক্লাবের ভিতরে উপস্থিত ৪২ জন মানুষ গুলিবিদ্ধ হন ৷ পরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে বন্দুকবাজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অরল্যান্ডো পুলিশ ৷
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার ভোররাতে ফ্লোরিডা শহরের সমকামী ক্লাব পালস-এ এক বন্দুকবাজের অতর্কিত হামলায় আতঙ্ক ছড়ায় ৷
রাত তখন দুটো ৷ শহরের ফ্লোরিডা শহরের সবচেয়ে হটেস্ট গে ক্লাব পালস তখন বন্ধ হওয়ার মুখে ৷ সপ্তাহ শেষের অন্তিম প্রহরে উদ্দাম মিউজিকের তালে তালে বিনোদনের শেষ স্বাদটুকু চেটেপুটে নিতে ব্যস্ত উপস্থিত জনতা ৷ ক্লাবে নতুন করে তিল ধারণেরও জায়গা নেই ৷ এমন সময়ই এলোপাথারি গুলির শব্দে কেঁপে উঠল পালস নাইট ক্লাব ৷
advertisement
advertisement
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কাই নিউজের এক প্রতিনিধি ৷ তিনি জানান, বন্দুকধারী দুষ্কৃতি প্রথমে এসে সিলিং লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলিতে ক্লাবের সিলিংয়ে লাগানো কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে ৷ প্রায় এক মিনিট ধরে টানা গুলি চালায় ওই আততায়ী ৷
বন্দুকবাজের এলোপাথারি গুলিতে ক্লাবে থাকা বহু মানুষ গুলিবিদ্ধ হন ৷ পরে ট্যুইটারে অরল্যান্ডো পুলিশ, এই ঘটনায় ২০ জন নিহত হয়েছেন বলে জানায় ৷ কিন্তু ফ্লোরিডার মেয়রের বক্তব্য অনুযায়ী, ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷
advertisement
পরে অরল্যান্ডোর স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ জানা যায়, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আততায়ীরও ৷ গায়ে বুলেট ভেস্ট ও হাতে AK47 নিয়ে নাইটক্লাবে হানা দিয়েছিল ওই দুষ্কৃতি ৷ তবে হামলার পিছনে ওই ব্যক্তির কী উদ্দেশ্য ছিল এই নিয়ে সন্দিহান পুলিশ ৷ তবে মৃত আততায়ীর পরিচয় জানতে খোঁজ নিচ্ছে অরল্যান্ডো পুলিশ ৷
advertisement
চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বন্দুকবাজের হানায় কেঁপে উঠল ফ্লোরিডা ৷ শুক্রবার রাতে লাইভ কনসার্টে আততায়ীর গুলিতে প্রাণ হারান বিখ্যাত মার্কিন গায়িকা ক্রিস্টিনা গ্রিমি ৷
advertisement
ওইদিন রাতে অরল্যান্ডোর ‘দ্য প্লাজা লাইভ’-এ কনসার্ট ছিল ক্রিস্টিনার ৷ ঘণ্টাখানেক একের পর এক অসাধারণ গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে দিয়েছিলেন ক্রিস্টিনা ৷ রাত ১০ টা নাগাদ অনুষ্ঠান শেষ হতে অটোগ্রাফের আবেদন নিয়ে তাঁর দিকে ধেয়ে আসেন মুগ্ধ শ্রোতাদের ৷ স্টেজ থেকে নেমে অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি ৷ এই ভিড়ের মধ্যেই ওঁত পেতে ছিল আততায়ী ৷ আচমকাই গুলি ছুটে আসে বছর বাইশের ক্রিস্টিনার দিকে ৷ গুলি চালিয়ে পালানোর সময় ক্রিস্টিনার ভাইয়ের সঙ্গে ধস্তাধ্বস্তির সময় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি ৷
advertisement
কেন ওই ব্যক্তি আর কেনই বা তিনি ক্রিস্টিনাকে মারলেন, তা নিয়ে এখনও অন্ধকারে অরল্যান্ডো পুলিশ ৷ মৃত আততায়ীর পরিচয় সম্পর্কে কোনও তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেননি তারা ৷ পর পর এই ফ্লোরিডার নাইট ক্লাবে জোড়া হামলায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷
ছবি সৌজন্যে: এপি
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফ্লোরিডায় নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় মৃত ৫০, গুলিবিদ্ধ বহু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement