মাঝ সমুদ্রে দু'টি জাহাজে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ভারতীয়-সহ মৃত ১১
Last Updated:
দুটি ভেসেলেই তানজানিয়ার পতাকা উড়ছিল৷ একটিতে ছিল তরল প্রাকৃতিক গ্যাস ও আরেকটি ছিল ট্যাঙ্কার৷ একটি জাহাজে প্রথমে আগুন লাগে৷ সেই আগুনই ছড়িয়ে পড়ে অন্যটিতে আগুন লেগে যায়৷ ক্যান্ডি নামক একটি জাহাজে ছিলেন ১৭ জন সদস্য৷
#মস্কো: ক্রিমিয়া-রাশিয়া সীমান্তবর্তী সমুদ্রে দুটি জাহাজে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের৷ তার মধ্যে রয়েছেন ভারতীয়রাও৷ এছাড়া জাহাজে ছিলেন তুরস্কের নাগরিক ও লিবিয়ার বাসিন্দাও৷ সোমবার রাশিয়ার উপকূলে কের্চ স্ট্রেটে দুটি জাহাজে আগুন লাগে৷ আগুনে দগ্ধ আরও অনেকে৷ ফলে মৃতের সংখ্যা বাড়ারই আশঙ্কা৷
দুটি ভেসেলেই তানজানিয়ার পতাকা উড়ছিল৷ একটিতে ছিল তরল প্রাকৃতিক গ্যাস ও আরেকটি ছিল ট্যাঙ্কার৷ একটি জাহাজে প্রথমে আগুন লাগে৷ সেই আগুনই ছড়িয়ে পড়ে অন্যটিতে আগুন লেগে যায়৷ ক্যান্ডি নামক একটি জাহাজে ছিলেন ১৭ জন সদস্য৷ তার মধ্যে ৮ জন ভারতীয় ও ৯ জন তুরস্কের নাগরিক৷ মায়েস্ত্রো নামে অপর জাহাজটিতে ছিলেন ১৫ জন সদস্য৷ তার মধ্যে ৭ জন তুরস্কের বাসিন্দা, ৭ জন ভারতীয় নাগরিক ও একজন লিবিয়ার ইন্টার্ন৷ রাশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, ১১ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷
advertisement
এখনও পর্যন্ত সমুদ্র থেকে ১২ জনকে উদ্ধার করা গিয়েছে৷ ৯ জনের এখনও হদিশ মেলেনি৷ আবহাওয়া খুব খারাপ৷ ফলে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হচ্ছে৷ কের্চ স্ট্রেট হয়েই রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়া যায়৷ গত বছর এখানে সেতু নির্মাণ করেছিল রাশিয়া৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2019 11:40 AM IST