ফিরে দেখা ২০১৭: সমকামী বিয়েতে সমর্থন ২৯টি দেশের

Last Updated:

ফিরে দেখা ২০১৭: সমকামী বিয়েতে সমর্থন ২৯টি দেশের

গত কয়েক বছর ধরে পৃথিবী জুড়ে তোলপাড় হয়েছে সমকামীদের লড়াই। সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে সোচ্চার একাংশ। ঘোর আপত্তি ধর্মীয় প্রধানদের।
২০০০ সালের ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস সমকামী বিয়েকে আইনি অধিকার দেয়। এবছরের শুরুতে ক্যাথলিক চার্চের আপত্তি উপেক্ষা করেই মালটার পার্লামেন্টে পাস হল সমকামী বিবাহের আইন। ৬৬-১ ভোটে পাস হল বিল। চলতি বছরের ৩০ জুন ২৫ তম ইউরোপীয় দেশ হিসেবে আইনি স্বীকৃতি দেয় জার্মানিও। আর ৭ ডিসেম্বর স্বীকৃতি দিল অস্ট্রেলিয়াও। বর্তমানে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে ২৯ টি দেশ ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফিরে দেখা ২০১৭: সমকামী বিয়েতে সমর্থন ২৯টি দেশের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement