জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর ভারতীয় খাদ্যদ্রব্যে পড়বে বড় প্রভাব

Last Updated:

কমোডিটি মার্কেটের জন্য বাইডেনের আসা লাভজনক হবে৷

#নিউইয়র্ক : আমেরিকার ( USA) রাষ্ট্রপতি নির্বাচনে (US Presidential Election) জিতেছেন জো বাইডেন(Joe Biden) ৷ বাইডেন দায়িত্বে এলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক  (Bilateral Trade) এতে নতুন ভাবে তৈরি হবে৷ ভারতীয়রা এই  নিয়ে অনেক আশায় রয়েছেন৷ শুধু সোনা-রূপা নয় ভারতীয় খাদ্যদ্রব্য নিয়ে প্রভাব পড়বে৷ আমেরিকা সয়াবিন ওয়েলের বড় রপ্তানিকারক৷ এই দৌড়ে এক নম্বরে রয়েছ চিন আর ২ নম্বরে রয়েছে ভারত৷
গুঞ্জন বাইডেন আসার পর সোয়াবিনের মার্কেটেও সরাসরি প্রভাব পড়বে৷ অল ইন্ডিয়া এডিবেল অয়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে শঙ্কর ঠক্করের মতে ডোনাল্ড ট্রাম্প আসার পর চিন আমেরিকার পাশাপাশি সয়াবিন কেনার জন্য অন্য মার্কেটের দিকেও চলে গিয়েছিল৷ এবার এটা বলা ভুল হবে না যে বাইডেন আসার পর চিন ফের একবার আমেরিকার বড় গ্রাহক হতে চলেছে৷ চিন ফের নিজের দাপট দেখাতে শুরু করলে ভোজ্যতেলের দাম বেড়ে যাবে৷ এর উল্টো একটা মতও রয়েছে যে জো বাইডেন আসার পর তেলের পুরোন জোট ভাঙবে৷ কারণ ট্রাম্প নিজে  এই ভোজ্য তেলের বিপণনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন৷ ট্রাম্প চলে যাওয়ার পর এই সব কোম্পানিগুলি চোরাগোপ্তা যে লাভ করছিল সেগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে৷
advertisement
কমোডিটি মার্কেটের জন্য বাইডেনের আসা লাভজনক হবে
advertisement
ঠক্করের বক্তব্য যে ভারতীয় কমডিটি বাজারে বাইকনের আগমনকে প্রত্যাশার দিক থেকে দেখা হচ্ছে। শুধু  তেল নয় অন্য বাজারও বাইকনের আসার পর আশাবাদী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রে যে নেক্সাসগুলি রয়েছে সেটাও ভাঙা পড়বে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
নেক্সাসের দ্বারা এই ঘটনা ঘটছিল
যদি আমরা গত ২০-২৫ বছরের বাজার দেখি তবে কম কাঁচামালের যোগান ও  ফসল ভাল  না হওয়ার কারণে রেটে খুব বেশি পার্থক্য হত না৷ কিন্তু নেক্সাসের কারণে এতে সবচেয়ে বড় প্রভাব পড়ত৷ গত কয়েকবছর ধরেই এই অপরাধমূলক জোট কাজে দেবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর ভারতীয় খাদ্যদ্রব্যে পড়বে বড় প্রভাব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement