President Kiss Video: কোন লজ্জাই নেই! শালিনতার সীমা ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি, বান্ধবীর সঙ্গে মঞ্চেই যা করলেন..

Last Updated:

Argentina President Kiss Viral Video: প্রসাশনিক কাজের কারণে বিতর্কে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি। এবার তিনি গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে পড়েছে মহাবিপদে।

বুয়েনাস আইরেস: জনসমক্ষে প্রেসিডেন্টের চুমু! বিতর্কে জর্জরিত আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি। তাঁর কিছু না কিছু ভিডিও প্রতিদিনই ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্টের আরও একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আসলে, প্রেসিডেন্ট জেভিয়ার মাইলি এবং তাঁর বান্ধবী ফাতিমা ফ্লোরেজ একসঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানের একটি ভিডি সামনে আসতেই সকলের চোখ কপালে উঠেছে৷
রক্সি থিয়েটারে চলছিল একটি কনসার্ট৷ সেখানে ফতিমা ফ্লোরেজের পারফরমেন্স ছিল৷ তাঁর নাচ-গান শেষ হতে না হতেই প্রেসিডেন্ট তাঁকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন৷ আপাতত এই জুটি বর্তমানে আর্জেন্টিনার খবরের শিরোনাম রয়েছে। ৫৩ বছর বয়সী মাইলির বান্ধবী সোনালি রঙের পোশাক পরেছিলেন। স্টেজে তাঁর অভিনয় শেষ হতেই মঞ্চে আসেন তিনি। রাষ্ট্রপতি তাঁর বান্ধবীকে চুমু খেতে শুরু করলে সেখানে উপস্থিত লোকজন অবাক হয়ে যান!
advertisement
আরও পড়ুনDiamond for Luck: না জেনে বুঝে হিরে পরলে মহাবিপদ নাচবে কপালে! ভেঙেচুরে যাবে সুখের সংসার, জানুন নিয়ম
তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার প্রকাশ্য চুমু খেয়েছেন মাইলি৷ নম্ভেম্বর মাসে রাষ্ট্রপতি নির্বাচনের পরই সকলের সামনে বান্ধবীকে চুমু খান মাইলি৷ এবারও সেরকমই ঘটল৷
advertisement
রাষ্ট্রপতির এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়৷ দেশের জনপ্রতিনিধি হয়ে এভাবে প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য বেশ সমালোচিত হচ্ছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি। ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। অনেকে প্রশ্ন করছেন যে এই ভিডি নিয়ে এত মাতামাতি করার কী রয়েছে? কারণ মাইলি তাঁর বান্ধবীকেই চুমু খেয়েছেন, অন্য নারীকে নয়৷ কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করেন যে একজন সরকারী পদে অধিষ্ঠিত ব্যক্তির সবার সামনে এমন আচরণ করা উচিত নয়৷
advertisement
ফলে এই ভিডিও নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া মিলছে সর্বত্র। এমনতে দেশের রাষ্ট্রপতি মাইলিকে নিয়ে রয়েছে বিপুল অভিযোগ৷ একজন নেটিজেন কমেন্ট করেছেন যে, ‘আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে মঞ্চে এ কাজ করলেন! একজন ব্যভিচারী কি এভাবে প্রকাশ্যে মঞ্চে যেতে পারেন?’আরও একজন নেটিজেনের বক্তব্য, ‘আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি তাদের লাইভ থিয়েটার শো চলাকালীন তাঁর বান্ধবী ফাতিমা ফ্লোরেজকে একটি আবেগপূর্ণ চুম্বন করেছিলেন। এটি প্রমাণ যে আপনি সরকারী বর্জ্য দূর করতে পারেন, কমিউনিজমকে ধ্বংস করতে পারেন এবং এখনও মজা করার সময় আছে।’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
President Kiss Video: কোন লজ্জাই নেই! শালিনতার সীমা ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি, বান্ধবীর সঙ্গে মঞ্চেই যা করলেন..
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement