ভারতের যুদ্ধবিমান তেজস নিয়ে আগ্রহী আর্জেন্টিনা! চুক্তি হতে পারে অতি দ্রুত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Argentina interest in made in India Tejas fighter aircraft and improve bilateral relationship. ভারতের যুদ্ধবিমান তেজস নিয়ে আগ্রহী আর্জেন্টিনা! চুক্তি হতে পারে অতি দ্রুত
#নয়াদিল্লি: আর্জেন্টিনার বিদেশমন্ত্রী সান্তিয়াগো সাফিয়েরোর আমন্ত্রণে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর দু’দিনের আর্জেন্টিনা সফরে রওনা দেন কয়েকদিন আগে। দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সম্পন্ন হয়। তারপরেই বিদেশমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয় যে, দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা।
যদিও, এর আগেই এই সম্পর্কে আভাস মিললেও অনুষ্ঠানিক ভাবে এই খবর সামনে আনে বিদেশ মন্ত্রক। এদিকে, ওই আলোচনায় তেজস যুদ্ধবিমানের প্রসঙ্গ ছাড়াও জি-২০ জোটের সভাপতি পদের জন্য ভারতের দাবিকে আর্জেন্টিনা সমর্থন জানাবে বলেও খবর মিলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তেজস যুদ্ধবিমানটি বানিয়েছে সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থা হ্যাল ।
HAL may replace Cobham made radar cone on Tejas for Argentina offer.
— WLVN Analysis🔍 (@TheLegateIN) September 6, 2022
advertisement
advertisement
বায়ুসেনায় স্থিত মিগ-২১ বিমানগুলিকে প্রতিস্থাপিত করবে তেজস। ইতিমধ্যেই একাধিক কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে তেজস। হালকা ওজনের তেজস যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। এর পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই অত্যাধুনিক যুদ্ধবিমান।
আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল যে, মালয়েশিয়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফাইটার জেট কিনতে চায় অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। এখন সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম জুড়ল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনারও।
advertisement
তেজসকে আরও আধুনিক করে তোলার প্রক্রিয়া চালানো হচ্ছে। আধুনিক রেডার, সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ছাড়াও ডিজিটাল ককপিট তৈরি করা হয়েছে। আগের থেকে জ্বালানি এবং অস্ত্র বহন করার ক্ষমতা বাড়ানো হয়েছে। তেজস ইসরাইলের তৈরি অ্যান্টি রাডার সিস্টেম ব্যবহার করে। এতে রয়েছে ৩০০০ কেজি বোমা এবং মিসাইল বহন করার ক্ষমতা। হাওয়াতেই তেল ভরতে পারে। এইসবের কারণেই আর্জেন্টিনার বিমানবাহিনীর পছন্দের তালিকায় প্রথম নাম তেজস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 4:42 PM IST