কাঠমান্ডু : ফের অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ল অন্নপূর্ণা পর্বত অভিযানে৷ তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে৷ গত সপ্তাহে নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে নামার সময় তিনি হারিয়ে গিয়েছিলেন৷ পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল৷ তাঁর ভাই সুধীর জানিয়েছেন তিনি জীবিত আছেন৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে তিনি এখনও জীবিত৷
গত সপ্তাহে অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়েছিলেন অনুরাগ৷ কিন্তু গত ১৭ এপ্রিল অবতরণের সময় ৬০০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি৷ ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪ টি শৃঙ্গ এবং সাত মহাদেশের উচ্চতম বিন্দু জয়ের পরিকল্পনা নিয়েছেন অনুরাগ৷ রাষ্ট্রপুঞ্জ প্রচারিত বিভিন্ন বিষয়ে তিনি সচেতনতা গড়ে তুলতে চান অনুরাগ৷
জানা গিয়েছে তিনি ক্রিভাস বা বরফের ফাটলে পড়ে যান৷ তুষার ফাটলের ৩০০ মিটার নীচে আটকে ছিলেন তিনি৷ উদ্ধারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডুর হাসপাতালে৷ প্রসঙ্গত বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা অভিযান শেষে ফেরার পথে সোমবার খারাপ আবহাওয়ার কবলে পড়েছিলেন ভারতীয় পর্বতারোহী বলজিৎ কউর।
সাময়িক ভাবে নিখোঁজ হয়েও গিয়েছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে জীবিত উদ্ধার করা হয় এই অভিযাত্রীকে। এ বার জীবিত অবস্থায় উদ্ধার করা হল অনুরাগকেও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Annapurna Mountain, Nepal