Barack Obama Speech| করোনা নিয়ে ওবামার ভাষণে মুগ্ধ আমেরিকা, স্লোগান উঠল, 'ফিরে আসুন ওবামা'
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন গত শনিবার৷ তার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জোরাল দাবি উঠেছে, ফিরে আসুন ওবামা৷
#ওয়াশিংটন: মার্কিন মুলুকে যে তিনি কতটা জনপ্রিয়, বারবারই তার প্রমাণ মিলেছে নানা ঘটনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা জনপ্রিয় প্রেসিডেন্টের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন বারাক ওবামা৷ বছর শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন গত শনিবার৷ তার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জোরাল দাবি উঠেছে, ফিরে আসুন ওবামা৷
Congrats to the high school Class of 2020, as well as to the teachers, coaches, and most of all, parents and family who’ve guided you along the way. Thanks for letting me be part of your big day! pic.twitter.com/RjYvHs2BhC
— Barack Obama (@BarackObama) May 17, 2020
advertisement
advertisement
করোনা মহামারি রুখতে ও ভাইরাস মোকাবিলায় আমেরিকার বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন বারাক ওবামা৷ বলেন, 'মহামারি একটি বিষয় বুঝিয়ে দিল, যে দায়িত্বে থাকা আধিকারিকরা অনেকেই জানেন না যে তাঁরা কী করছেন, কী করা উচিত। তাঁদের মধ্যে অনেকে তো বুঝতেই চাইছেন না যে তাঁরা একটা বড় দায়িত্বে আছেন।'
— Resistbot (@resistbot) May 17, 2020
advertisement
কলেজ গ্র্যাজুয়েটদের একটি অনলাইন ইভেন্টে ২ ঘণ্টা বক্তব্য রাখেন ওবামা৷ যা রীতিমতো মুগ্ধ করে দিয়েছে গোটা মার্কিন মুলুককে৷ আশাতীত ভাবে রাজনৈতিক বক্তব্য৷ করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প সরকার যে কতটা ব্যর্থ, ভাষণের প্রতিটি পরতে তা স্পষ্ট করে দিলেন ওবামা৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না-করে আমেরিকার করোনা পরিস্থিতিকে 'দায়িত্বজ্ঞাহীনতায় তৈরি হওয়া বিপর্যয়' আখ্যা দেন৷
advertisement
তিনি বলেন, 'স্পষ্ট ভাবে বলতে গেলে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের এই দেশে থাকতে হলে নানা রকম বোঝা বইতে হয়েছে বা হয়। করোনাভাইরাস সেই পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।'
এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়৷ ১০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত৷ গোটা বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2020 4:07 PM IST