Barack Obama Speech| করোনা নিয়ে ওবামার ভাষণে মুগ্ধ আমেরিকা, স্লোগান উঠল, 'ফিরে আসুন ওবামা'

Last Updated:

করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন গত শনিবার৷ তার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জোরাল দাবি উঠেছে, ফিরে আসুন ওবামা৷

#ওয়াশিংটন: মার্কিন মুলুকে যে তিনি কতটা জনপ্রিয়, বারবারই তার প্রমাণ মিলেছে নানা ঘটনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা জনপ্রিয় প্রেসিডেন্টের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন বারাক ওবামা৷ বছর শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন গত শনিবার৷ তার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জোরাল দাবি উঠেছে, ফিরে আসুন ওবামা৷
advertisement
advertisement
করোনা মহামারি রুখতে ও ভাইরাস মোকাবিলায় আমেরিকার বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন বারাক ওবামা৷ বলেন, 'মহামারি একটি বিষয় বুঝিয়ে দিল, যে দায়িত্বে থাকা আধিকারিকরা অনেকেই জানেন না যে তাঁরা কী করছেন, কী করা উচিত। তাঁদের মধ্যে অনেকে তো বুঝতেই চাইছেন না যে তাঁরা একটা বড় দায়িত্বে আছেন।'
advertisement
কলেজ গ্র্যাজুয়েটদের একটি অনলাইন ইভেন্টে ২ ঘণ্টা বক্তব্য রাখেন ওবামা৷ যা রীতিমতো মুগ্ধ করে দিয়েছে গোটা মার্কিন মুলুককে৷ আশাতীত ভাবে রাজনৈতিক বক্তব্য৷ করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প সরকার যে কতটা ব্যর্থ, ভাষণের প্রতিটি পরতে তা স্পষ্ট করে দিলেন ওবামা৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না-করে আমেরিকার করোনা পরিস্থিতিকে 'দায়িত্বজ্ঞাহীনতায় তৈরি হওয়া বিপর্যয়' আখ্যা দেন৷
advertisement
তিনি বলেন, 'স্পষ্ট ভাবে বলতে গেলে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের এই দেশে থাকতে হলে নানা রকম বোঝা বইতে হয়েছে বা হয়। করোনাভাইরাস সেই পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।'
এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়৷ ১০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত৷ গোটা বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Barack Obama Speech| করোনা নিয়ে ওবামার ভাষণে মুগ্ধ আমেরিকা, স্লোগান উঠল, 'ফিরে আসুন ওবামা'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement