Joe Biden falls off cycle: সাইকেল চালাতে গিয়ে বিপত্তি! উল্টে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেখুন ভিডিও

Last Updated:

ডেলাওয়ারের রেহোবোথ সৈকতের কাছে একটি বাড়ি রয়েছে জো বাইডেনের৷ সেখানেই একটি পার্কে স্ত্রী জিল বাইডেনের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন তিনি৷

সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন৷  Photo-Twitter
সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন৷ Photo-Twitter
#ওয়াশিংটন: সপ্তাহান্তে ছুটির মেজাজে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়ারে নিজের বাড়ির কাছেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি৷ আর সেই সাইকেল সফরের শেষেই ঘটল বিপত্তি৷ দেহের ভারসাম্য হারিয়ে উল্টে পড়লেন মার্কিন রাষ্ট্রপতি৷ যদিও শরীরে কোনও আঘাত লাগেনি তাঁর৷
মার্কিন রাষ্ট্রপতির সাইকেল নিয়ে পড়ে যাওয়ার এই ভিিডও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ শনিবার সকালে এই ঘটনাটি ঘটে৷ তবে পড়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সামলে নেন ৭৯ বছর বয়সি জো বাইডেন৷ উঠে দাঁড়িয়ে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, 'আমি ঠিক আছি৷'
advertisement
advertisement
জানা গিয়েছে, ডেলাওয়ারের রেহোবোথ সৈকতের কাছে একটি বাড়ি রয়েছে জো বাইডেনের৷ সেখানেই একটি পার্কে স্ত্রী জিল বাইডেনের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন তিনি৷ প্রেসিডেন্টকে সাইকেল চালাতে দেখে আশেপাশে ভিড় জমান অনেকেই৷ তাঁদেরকে দেখেই সাইকেল থামাতে যান বাইডেন৷ তখনই শরীরের ভারসাম্য হারান তিনি৷ পরে বাইডেন নিজেই জানান, সাইকেলের ক্লিপ থেকে পা তুলতে গিয়েই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি৷
advertisement
পরে হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, 'প্রেসিডেন্টের চিকিৎসারও কোনও প্রয়োজন হয়নি৷ দিনের বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাবেন জো বাইডেন৷'
advertisement
২০২০ সালের নভেম্বর মাসে নির্বাচনে জয়ী হয়ে আসার পরেই নিজের পোষ্য সারমেয়দের সঙ্গে খেলতে গিয়ে পা ভাঙেন বাইডেন৷ যদিও ২০২১ সালের নভেম্বর মাসেই বাইডেনকে সম্পূর্ণ ফিট বলে জানান চিকিৎসকরা৷
আমেরিকার প্রবীণতম প্রেসিডেন্ট জো বাইডেনই৷ তাঁর স্বাস্থ্যের দিকে সবসময়ই কৌতূহলীদের নজর থাকে৷ কারণ ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে তিনি নামবেন কি না, তাই নিয়েও চর্চা কম নয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Joe Biden falls off cycle: সাইকেল চালাতে গিয়ে বিপত্তি! উল্টে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement