পুতিনের হুমকিতে কাত আমেরিকা! ইউক্রেনকে এফ ১৬ জেট দেবেন না প্রেসিডেন্ট জো বাইডেন

Last Updated:

America will not provide advanced F16 jets to Ukraine says Biden. পুতিনের হুমকিতে কাত আমেরিকা! ইউক্রেনকে এফ ১৬ দেবেন না জো বাইডেন

আমেরিকার হঠাৎ ডিগবাজি, যুদ্ধবিমান দেবে না ইউক্রেনকে
আমেরিকার হঠাৎ ডিগবাজি, যুদ্ধবিমান দেবে না ইউক্রেনকে
#ওয়াশিংটন: আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ মিলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বিভিন্ন সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছে। আমেরিকার আধুনিক আব্রাম ট্যাঙ্ক সহ জার্মানির লেপার্ড ট্যাঙ্ক পেয়েছে ইউক্রেন। দাবি ছিল আধুনিক ফাইটার জেট এফ ১৬ পাওয়ার। তবে ভ্লাদিমির পুতিনের রুশ বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল আমেরিকা যদি ইউক্রেনের হাতে এফ ১৬ তুলে দিত তার মোকাবিলা করতে।
রাশিয়ার সুখই ৩৫ এবং ৫৭ আমেরিকার যে কোনও ফাইটারকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে এ কথা জানিয়েছেন। বাইডেন আরও বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডে সফর করবেন।
হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকেরা বাইডেনের কাছে জানতে চান, তাঁর প্রশাসন ইউক্রেনকে সহায়তা হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান দেবে কি না। জবাবে বাইডেন বলেন, ‘না।’ বাইডেন আরও বলেন, আমি পোল্যান্ড সফরে যাব। যদিও নিশ্চিত নই, এ সফর কবে হবে; তবে হবে।
advertisement
advertisement
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অর্থ-অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া ছিল ভারী অস্ত্র, ট্যাংক। দীর্ঘদিন আলোচনার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডাসহ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার ঘোষণা করেছিল।
advertisement
এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চাওয়া হয়েছে। বিশেষত ওয়াশিংটনের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চায় দেশটি। এটা নিয়ে বেশ আলোচনা চলছে। বাইডেন জানিয়ে দিলেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না তাঁর প্রশাসন।
এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানান, কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি তাঁর দেশ বিবেচনা করছে না। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি আগেও বলেছি, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা হয়নি; আমি এখনও সেটাই বলছি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পুতিনের হুমকিতে কাত আমেরিকা! ইউক্রেনকে এফ ১৬ জেট দেবেন না প্রেসিডেন্ট জো বাইডেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement