Aliens Fossils: এলিয়েনের কঙ্কাল! হাতে তিনটি আঙুল, পেটে ডিম, মেক্সিকোয় ১০০০ বছরের পুরনো ‘লাশ’ ঘিরে তোলপাড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দু’টি অদ্ভুতদর্শন প্রাণীর দেহ দেখানো হয়েছে মেক্সিকান কংগ্রেসে। তাদের হাতে রয়েছে তিনটি করে আঙুল । কঙ্কালগুলি হাজার বয়স হাজার বছর।
পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে? মানুষের মতো বা মানুষের চেয়েও উন্নত কোনও প্রাণীদের গ্রহ রয়েছে? এই জল্পনা বহুদিনের। এলিয়েন বা ভিন গ্রহীদের পৃথিবীতে আগমন নিয়ে বিজ্ঞানমহলে বহু জল্পনা কল্পনা থাকলেও এতদিন কোনও চাক্ষুস প্রমাণ মেলেনি। কিন্ত সম্প্রতি সাড়া ফেলেছে মেক্সিকোর কংগ্রেস একটি অধিবেশনের সরাসরি সম্প্রচার।
বিশ্বজুড়ে তোলপাড় ফেলা এই সম্প্রচারে ‘ভিনগ্রহীদের মৃতদেহ’ দেখানো হয়েছে বলেই দাবি মেক্সিকান সংবাদমাধ্যমে। দু’টি অদ্ভুতদর্শন প্রাণীর দেহ দেখানো হয়েছে মেক্সিকান কংগ্রেসে। তাদের হাতে রয়েছে তিনটি করে আঙুল । কঙ্কালগুলি হাজার বয়স হাজার বছর।
advertisement
এই দেহগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। গবেষণাগারে এই মৃতদেহ গুলির ডিএনএ পরীক্ষা করেও আশ্চর্য তথ্য মিলেছে বলেই দাবি ইউএফও বিশেষজ্ঞ তথা সাংবাদিক জেমি মসানের। জেমির দাবি মৃতদেহ গুলির সঙ্গে পৃথিবীর কোনও প্রাণীর ডিএনএ মেলাতে পারছেন না বিজ্ঞানীরা। পেরুর কুসকো শহর থেকে এগুলি উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
Mexico’s Congress just unveiled two dead aliens estimated to be around 1,000 years old. What do you think? pic.twitter.com/Zr7z4FKenS
— Kage Spatz (@KageSpatz) September 13, 2023
মসান আরও জানিয়েছেন, যে মৃতদেহ গুলির ডিএনএ পরীক্ষা রিপোর্ট থেকে জানা যায় এই প্রাণীদের দৈহিক গঠনের অন্তত ৩০ শতাংশ বিজ্ঞানীদের অচেনা। পৃথিবীর কোনও প্রাণীর সঙ্গে শরীরে সেই নমুনা পাওয়া যায় না।
advertisement
এছাড়াও এক্স-রে রিপোর্ট থেকে একটি মৃতদেহের শরীরে ‘ডিম’জাতীয় একটি বস্তু পাওয়া গিয়েছে। একাধিক তথ্যই ইঙ্গিত করছে, এই দুই মৃতদেহ ভিন্গ্রহীদের হলেও হতে পারে।
যদিও ইউএফও বিশেষজ্ঞ মসানের দাবিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজ্ঞানীদের একাংশ। এর আগেও একাধিকবার তিনি ভিন্গ্রহীদের সম্বন্ধে ‘ভুয়ো’ খবর রটিয়েছিলেন বলে অভিযোগ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 8:07 PM IST