নিজেদের যৌন চাহিদা মেটাতে পৃথিবী থেকে মানুষ অপহরণ করছে এলিয়েনরা, প্রমাণ পেশ গবেষকের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গত ২০ বছর ধরে নাকি এইভাবেই নিজেদের যৌন আকাঙ্ক্ষা মিটিয়ে চলেছে এলিয়েনরা
#ওয়াশিংটন: এলিয়েন বা ভিনগ্রহীদের নিয়ে মানুষের মনে কৌতূহলের কোনও খামতি নেই! কমতি নেই তর্ক-বিতর্কেরও! তাদের কেমন দেখতে? তারা কী খায়, কী পরে, কেমনই বা তাদের জীবনধারা? এই নিয়ে গল্পগাঁথা, কল্পনা-জল্পনাও ভুরি-ভুরি! এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য! রাতের অন্ধকারে ভিনগ্রহীরা নাকি পৃথিবী থেকে মানুষ অপহরণ করে নিয়ে যায় তাদের যৌন যৌন চাহিদা চরিতার্থ করতে! গত ২০ বছর ধরে নাকি এইভাবেই নিজেদের যৌন আকাঙ্ক্ষা মিটিয়ে চলেছে এলিয়েনরা! এমনই দাবি করেছেন মার্কিন লেখক জেরোমে ক্লার্ক।
আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা UFO এবং প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করছেন জেরোমে ক্লার্ক। সম্প্রতি তাঁর লেখা ‘UFOs ইন দ্য লেট টোয়েন্টিথ সেঞ্চুরি’ বইটি প্রকাশ পায়। সেখান থেকেই জানা যাচ্ছে, যৌন সঙ্গম করার জন্য ২০১৪ থেকে এখন পর্যন্ত মোট ২১২ জনকে পৃথিবী থেকে অপহরণ করেছে এলিয়েনরা!
নিজের বক্তব্যের সপক্ষে একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন জেরোমে। যাঁদের মধ্যে একজন পিটার খাউরি। অস্ট্রেলিয়ার এক নিউজ কোম্পানির কর্ণধার পিটার। তিনি জানান, এক রাতে আচমকাই ঘুম ভেঙে যায় তাঁর! চোখ খুলে দেখেন খাটের পাশে দু'জন বিদেশিনি মহিলা হাঁটু মুড়ে বসে! দুজনেই নগ্ন! দুজনেরই চোখ-মুখে-শরীরি বিভঙ্গে যৌন আবেদন স্পষ্ট! পিটারও সাড়া দেন যৌন আবেদনে। কিন্তু সঙ্গমের চরম মুহুর্তের আগেই দু’জনে অদৃশ্য হয়ে যায়। তবে প্রমাণ হিসেবে পিটারের কাছে রয়ে যায় 'রহস্যময়ী'র মাথার চুল। পরীক্ষা করে দেখা যায়, চুলটি এশিয়ান ও গেলিক অ্যাডভান্সড ডিএনএ-র হাইব্রিড।
advertisement
advertisement
এলিয়ানের সঙ্গে যৌন মিলন হয়েছে, এমনই দাবি আর এক মহিলার! তিনি জানান, ক্রুজে ছুটি কাটাতে গিয়েছিলেন। ফিরে এসে বুঝতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। জেরোমি তাঁর বইয়ে লিখছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এলিয়ানরা নগ্ন হয়ে মানুষের সামনে এসেছে, মানুষদের উত্তক্ত করেছে যৌন সঙ্গমের জন্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2021 5:42 PM IST