মঙ্গল গ্রহে এলিয়েনদের বসতি ? বানিয়েছিল পিরামিড ? বৈজ্ঞানিক মহলে শোরগোল

Last Updated:
#আমেরিকা: মঙ্গল গ্রহ নিয়ে বহু বছর ধরেই চলছে নানা পরীক্ষা নিরীক্ষা! হালে মঙ্গলে বরফও পাওয়া গিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের! সম্প্রতি মঙ্গলের একটি ছবি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। দাবি করা হচ্ছে, মহাকাশযান মার্স রিকনেসাঁস অরবিটারের (এমআরও) তোলা একটি ছবিতে মঙ্গলে একটি পিরামিড দেখা যাচ্ছে। এই পিরামিড কি এলিয়েনদের তৈরি করা? বৈজ্ঞানিক মহলে চলছে জোড় জল্পনা কল্পনা।
অনলাইনে স্কট সি. ওয়ারিং নামের এক বিজ্ঞানী ওই ছবিটি দেখে মন্তব্য করেন, তিনি মঙ্গলের ওই ‘পিরামিড’-এর একদিক মসৃণ এবং অন্য দুইদিক ক্ষয়ে যাওয়া বলে লক্ষ্য করেন। তাঁর মত, এই পিরামিড এলিয়েনরা তৈরি করেছে, এমন সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না! হয়তো এলিয়েনরা ওই জায়গায় বসতি তৈরির চেষ্টা করছিল। এমনকী তাঁর বিশ্বাস, এলিয়েনরাই হয়তো মিশরের পিরামিডগুলোও তৈরি করেছিল।
advertisement
তবে, মিশরের পিরামিড এলিয়েনদের তৈরি এহেন মন্তব্য করে হাসির পাত্রই হয়েছেন স্কট সি. ওয়ারিং! অনেকে মন্তব্য করেছেন-- রোমান কলোসিয়াম, সেইন্ট পিটার’স ব্যাসিলিকা, এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিং-- এগুলো এলিয়েনরা তৈরি করেছে, এমনটা বলা যেমন হাস্যকর, তেমনই পিরামিড এলিয়েনরা তৈরি করে গিয়েছে এটা মনে করাও ততোধিক  হাস্যকর। তাছাড়া পিরামিড মানুষ কীভাবে তৈরি করেছিল সেটাও গবেষণা থেকে জানা গিয়েছে বহুদিন আগেই। তাই পিরামিড মানেই এলিয়েন, এটা ভাবার কোনো অবকাশ নেই।''
advertisement
advertisement
মঙ্গলের ওই ছবির পিরামিড-এর মাপজোখ হিসেব করলে দেখা যায় ত্রিকোণ কাঠামোটি ৪০ বাই ৩০ মিটার। মিশরের গিজার সবচেয়ে ছোট পিরামিডটির চেয়েও ছোট। এছাড়া ওই পিরামিডটি একটি গভীর খাদের ভেতরে অবস্থিত। তাতে একসময় জল ছিল বলে বিশ্বাস করেন বিজ্ঞানী মহলের একাংশ। তাহলে কি এলিয়েনরা জলের নিচে এই পিরামিড তৈরি করেছিল ? না, এটি জলের স্রোত ও বাতাসের ধাক্কায় তৈরি একটি প্রাকৃতিক পাথুরে কাঠামো মাত্র ? উত্তর পেতে চলছে গবেষণা ।
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
মঙ্গল গ্রহে এলিয়েনদের বসতি ? বানিয়েছিল পিরামিড ? বৈজ্ঞানিক মহলে শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement