পেট্রল-ডিজেল নয়, এবার হাওয়ায় চলবে গাড়ি ! জ্বালানির আর কোনও খরচা নেই !
Last Updated:
#মিশর: চড়চড়িয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম! গাড়ির জ্বালানির খরচ Source: হিমশিম খাচ্ছে আমজনতা। কিন্তু এবার চিন্তার দিন শেষ! গাড়িতে আর পেট্রল বা ডিজেল ভরতে হবে না!
তাহলে? কীভাবে চলবে গাড়ি ? মনে এই প্রশ্নই জাগছে তো? তাহলে খোলসা করেই বলা যাক! এবার গাড়ি চলবে হাওয়াতে! শুনে গল্পকথা মনে হলেও, এটাই বাস্তব! মিশরের কায়রো শহরের কাছে হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতক একদল শিক্ষাত্রী এমনই একটি অভিনব মডেলের গাড়ি ডিজাইন করেছেন।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পেট্রল-ডিজেলের পরিবর্তে, বাতাসকে শক্তিতে রূপান্তরিত করে এই গাড়ি চলবে। অর্থাৎ সিলিন্ডারে অধিক চাপে জমা রাখা অক্সিজেনের শক্তিতে চালিত হবে গাড়ি। শিক্ষার্থীরা জানিয়েছেন, এই গাড়ি ঘণ্টায় সর্ব্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে এবং এক সিলিন্ডার বাতাসে (অক্সিজেন) ৩০ কিলোমিটার চলবে। প্রাথমিক ডিজাইনে গাড়িতে শুধু চালকের আসনই রয়েছে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2018 1:36 PM IST