OMG! বাড়ি ছাড়লেন ভাড়াটে তবে ছেড়ে গেলেন ১৯টি ট্যারেন্টুলা, ১টি সাপও

Last Updated:

এই সব দেখে প্রাণভয়ে কাঁপতে লাগলেন বাড়িওয়ালা (Landlord) ৷

#মেইন: বাড়িওয়ালা-ভাড়াটে (Landlord-Tenant fight) লড়াইয়ের কথা সর্বত্র শোনা যায়৷ তবে এবার যা ঘটল তাতে চোখ কপালে উঠল অনেক বাড়িওয়ালার৷ ভাড়াটে বাড়ি ছেড়ে দেওয়ার পর সেখানে উপস্থিত হয়ে বাড়িওয়ালার প্রাণ যায় যায় অবস্থা৷ কারণ ভাড়াটে (Tenant vacate house) তো বাড়ি খালি করে চলে গিয়েছেন কিন্তু ছেড়ে গিয়েছেন এক ডজনেরও বেশি বিষাক্ত ট্যারেন্টুলা এবং আস্ত একটি সাপ (tenant left tarantula and snake)! এই সব দেখে প্রাণভয়ে কাঁপতে লাগলেন বাড়িওয়ালা৷ স্থানীয় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে ফোন করেন তিনি৷ চান সাহায্য৷ যাতে তারা এসে এই সব জন্তু তার বাড়ি থেকে উদ্ধার করেন, সেই অনুরোধা জানান তিনি৷
advertisement
ঘটনা মার্কিন মুলুকের মেইনের আউবার্নের৷ সেখানে ঘটেছে মারাত্মক এই ঘটনা৷ ভাড়াটে ঘর খালি করার পর সেখানে গিয়ে বাড়িওয়াল দেখেন এই অবস্থা৷ ১৯টি ট্যারেন্টুলা (tarantulas) এবং ১টি সাপ (Snake) দেখে খুব স্বাভাবিকভাবে ভয় পান তিনি৷ তার ফোন পেয়ে বন্যপ্রাণ বিভাগ থেকে আসেন এক ব্যক্তি৷ ড্রুই দেসজারদিন আসেন পশু উদ্ধারের কাজে৷ সেখানে তিনি দেখেন যে ১৯টির মধ্যে ৪টি ট্যারেন্টুলার মরে গিয়েছে৷ সাপটির শরীরেও জল নেই৷ ফলে সেও নেতিয়ে রয়েছে৷ এদের উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন দেসজারদিন৷ আপাতত উদ্ধার হওয়া পশুরা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
একটি আন্তার্জাতিক সংবাদ সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে যে মেইন এলাকায় এই সব পশু নিষিদ্ধ৷ অর্থাৎ খোলা ভাবে তাদের ছেড়ে রাখা অপরাধ৷ তাহলে কীভাবে ভাড়াটে এদের জোগাড় করল এবং ঘরের মধ্যে লুকিয়ে রাখল, তার তদন্ত চলছে৷
যিনি পশুগুলোকে উদ্ধার করেছেন, তিনিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সব ছবি৷ যা থেকে ঘটনাটি জানাজানি হয়েছে৷ এবং তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ৷ এমনকী ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
OMG! বাড়ি ছাড়লেন ভাড়াটে তবে ছেড়ে গেলেন ১৯টি ট্যারেন্টুলা, ১টি সাপও
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement