Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতের পরেই ভুয়ো খবরের বন্যা পাকিস্তানের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় তো নানা মিথ্যা প্রচার চলছেই, পাক সরকার ঘেঁষা সংবাদমাধ্যমগুলিও একই প্রচার করে চলেছে। কোথাও কোথাও রটিয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুরের-এর পাল্টা নাকি পাকিস্তান শ্রীনগর এয়ারবেসকে নিশানা করেছে।
ইসলামাবাদ: পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। কোথাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে লশকর-ই-তইবার প্রশিক্ষণ কেন্দ্র, কোথাও আবার ধূলোয় মিশে গিয়েছে জইশের সদর কার্যালয়। মঙ্গলবার রাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর যত রকমের মিথ্যা গল্প ফাঁদা শুরু করেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় তো নানা মিথ্যা প্রচার চলছেই, পাক সরকার ঘেঁষা সংবাদমাধ্যমগুলিও একই প্রচার করে চলেছে। কোথাও কোথাও রটিয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুরের-এর পাল্টা নাকি পাকিস্তান শ্রীনগর এয়ারবেসকে নিশানা করেছে।
সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছে, পাকিস্তান নাকি ভারতের ১৫টি জায়গায় মিসাইল তাক করেছে। কারও দাবি, শ্রীনগর এয়ারবেসে পাক বায়ু সেনা হানা দিয়েছে। যদিও পিআইবি ফ্যাক্ট চেক করে পাকিস্তানের মিথ্যাচারের জবাবও দিয়েছে।
advertisement
advertisement
In a video shared by several pro-Pakistan handles, it is being falsely claimed that the Pakistan Airforce has targeted Srinagar airbase#PIBFactCheck
❌ The video shared is old and NOT from India.
✅The video is from sectarian clashes that took place in the year 2024, in… pic.twitter.com/vPmMq4IWdE
— PIB Fact Check (@PIBFactCheck) May 7, 2025
advertisement
গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৫ জন ভারতীয়, ১ জন নেপালের বাসিন্দা। ১৫ দিনের মাথায় তারই জবাব দিল ভারত। পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার একাধিক ক্যাম্প। ঘরে ঢুকে এ ভাবে জঙ্গিদের মেরে আসা হজম করতে পারছে না পাকিস্তান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 5:46 PM IST