Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতের পরেই ভুয়ো খবরের বন্যা পাকিস্তানের

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় তো নানা মিথ্যা প্রচার চলছেই, পাক সরকার ঘেঁষা সংবাদমাধ্যমগুলিও একই প্রচার করে চলেছে। কোথাও কোথাও রটিয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুরের-এর পাল্টা নাকি পাকিস্তান শ্রীনগর এয়ারবেসকে নিশানা করেছে।

ভারত আক্রমণ করতেই মিথ্যে গল্প বুনতে শুরু করেছে পাকিস্তান। ( Picture- PTI)
ভারত আক্রমণ করতেই মিথ্যে গল্প বুনতে শুরু করেছে পাকিস্তান। ( Picture- PTI)
ইসলামাবাদ: পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। কোথাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে লশকর-ই-তইবার প্রশিক্ষণ কেন্দ্র, কোথাও আবার ধূলোয় মিশে গিয়েছে জইশের সদর কার্যালয়। মঙ্গলবার রাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর যত রকমের মিথ্যা গল্প ফাঁদা শুরু করেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় তো নানা মিথ্যা প্রচার চলছেই, পাক সরকার ঘেঁষা সংবাদমাধ্যমগুলিও একই প্রচার করে চলেছে। কোথাও কোথাও রটিয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুরের-এর পাল্টা নাকি পাকিস্তান শ্রীনগর এয়ারবেসকে নিশানা করেছে।
সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছে, পাকিস্তান নাকি ভারতের ১৫টি জায়গায় মিসাইল তাক করেছে। কারও দাবি, শ্রীনগর এয়ারবেসে পাক বায়ু সেনা হানা দিয়েছে। যদিও পিআইবি ফ্যাক্ট চেক করে পাকিস্তানের মিথ্যাচারের জবাবও দিয়েছে।
advertisement
advertisement
advertisement
গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৫ জন ভারতীয়, ১ জন নেপালের বাসিন্দা। ১৫ দিনের মাথায় তারই জবাব দিল ভারত। পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার একাধিক ক্যাম্প। ঘরে ঢুকে এ ভাবে জঙ্গিদের মেরে আসা হজম করতে পারছে না পাকিস্তান।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতের পরেই ভুয়ো খবরের বন্যা পাকিস্তানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement