#কাবুল: মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান (Afghanistan Crisis)। তারা তালিবান (Taliban) সরকার গঠন করতে চায়। দেশের প্রেসিডেন্ট আসরাফ গনি পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ আফগান দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইছেন। চারিদিকে তালিবানি হামলা ও আতঙ্কের পরিস্থিতি। তালিবান দেশের নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও, দেশবাসী কোনও ভাবেই সেকথাই বিশ্বাস করছেন না।
দেশ ছেড়ে কোনও ভাবে পালানোর জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও খবরে আফগানিস্তানের ভয়ানক পরিস্থিতির ছবিই ধরা পড়েছে। সেখানকারই একটি ভিডিও নতুন করে ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের সীমানার বাইরে এক মহিলা কাতর অনুরোধ করছেন মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর কাছে। যেভাবেই হোক তাঁদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হোক। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'তালিবানরা আসছে। ওরা আমাদের মেরে ফেলবে। দয়া করে আমাদের ভিতরে ঢুকতে দিন।' কান্নায়-ভয়ে চিৎকার করছেন মহিলা। কিন্তু সেনা কিছুতেই তাঁদের ভিতরে ঢুকতে দিচ্ছে না।
At #kabulairport gates where the US forces controlling, people crying and begging US forces to allow them to pass the gates otherwise the Taliban will come and will behead them. pic.twitter.com/wzxXJf2ngL
— Natiq Malikzada (@natiqmalikzada) August 18, 2021
সূত্রের খবর, এখনও প্রায় ৫০ হাজার মানুষ কাবুলের বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন ভিতরে ঢোকার জন্য। তাঁদের আশঙ্কা, তালিবান সবাইকে খুন করবে। মার্কিন সেনা নিজেদের দেশের নাগরিক, মার্কিন সেনার সঙ্গে কাজ করা মানুষদের অগ্রাধিকার দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। কিন্তু বাকি লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী কেউ জানেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Afghanistan women, Viral Video