পাকিস্তানের এয়ারস্ট্রাইকের বদলা আফগানিস্তানের! ১৫ পাক সেনাকে হত্যা করল তালিবান

Last Updated:

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করল তালিবান বাহিনী। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে পাকিস্তানের এয়ারস্ট্রাইকের জবাবেই এই পাল্টা মার বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আফগান সেনার হাতে মৃত ১০ পাক সেনা
আফগান সেনার হাতে মৃত ১০ পাক সেনা
হেলমন্দ: আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করল তালিবান বাহিনী। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে পাকিস্তানের এয়ারস্ট্রাইকের জবাবেই এই পাল্টা মার বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
এই প্রসঙ্গে, হেলমন্দ প্রদেশের মুখপাত্র মাওলাই মহম্মদ কাশিম রিয়াজ জানান, গতরাতে ১৫ জন পাক সেনাকে এক অপারেশনে আফগান সেনা হত্যা করেছে। মূলত, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তে বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনে সংঘর্ষে জড়ায় দুই বাহিনী। তিনি আরও জানান, আফগান বাহিনী ৩ পাক সেনাকেও আটক করেছে বলে জানিয়েছেন।
সম্প্রতি কাবুল এবং পাকটিকা প্রদেশে এয়ারস্ট্রাইকে হামলা চালায় পাকিস্তান। আর এরপর থেকেই পাকিস্তানের বিভিন্ন পোস্টগুলিতে হামলা চালাতে শুরু করে আফগানিস্তান। মূলত, আফগান-পাক সীমান্ত লাগোয়া প্রদেশ গুলি যেমন- হেলমন্দ, কান্দাহার, জাবুল, পাকটিকা, পাকটিয়া, খোস্ত, নানগারহের, এবং কুনারে হামলা চালাতে শুরু করে আফগানিস্তান।
advertisement
advertisement
এর আগে আফগানিস্তানকে হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়ার কথা বলেছিলেন তিনি। এরপরেই এয়ারস্ট্রাইক করে পাকিস্তান। তারপর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী পোস্টে ভারী গোলাবর্ষণ শুরু করে তালিবান বাহিনী।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের এয়ারস্ট্রাইকের বদলা আফগানিস্তানের! ১৫ পাক সেনাকে হত্যা করল তালিবান
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement