#বাহরিন: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চরম ভাইরাল হয়েছে একটি ভিডিও । তাতে দেখা যাচ্ছে, বোরখা পরে দুই মহিলা একটি দোকানে ঢুকেছেন । দোকানটিতে সারি দিয়ে বেশ কিছু গণেশের মূর্তি রাখা ছিল। দুই মহিলা সেই মূর্তিগুলি মাটিতে ফেলে আছড়ে ভাঙলেন । তাঁদেরই একজন চিত্কার করে বলতে শুরু করলেন, এটা মুসলিম দেশ, এখানে এই মূর্তি কেন? ঘটনাটি ঘটেছে বাহরিনের রাজধানী মানামার একটি সুপার মার্কেটে ।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । সামনে গণেশ চতুর্থী হওয়ার কারণে বেশকিছু গণেশ মূর্তি রাখা ছিল দোকানটিতে । হঠাৎই দুই মহিলা হামলা চালায় দোকানটিতে । ভেঙে ফেলা হয় মূর্তিগুলি । এই ভিডিও ভাইরাল হতেই স্থানীয় পুলিশ একজন মহিলাকে গ্রেফতার করেছে ।
Capital Police took legal steps against a woman, 54, for damaging a shop in Juffair and defaming a sect and its rituals, in order to refer her to the Public Prosecution.
— Ministry of Interior (@moi_bahrain) August 16, 2020
উল্লেখ্য, বাহরিনে মোট জনসংখ্যার ৯.৮ শতাংশ হিন্দু। এছাড়া ১৩ লক্ষ জনসংখ্যার মধ্যে ৪ লক্ষই ভারতীয়। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bahrain, Ganesh Chaturthi, Ganesha