#সাউথ কোরিয়া: করোনার জন্য বদলে যাচ্ছে গোটা দুনিয়াটাই। গবেষকরা বলছেন, করোনা নিয়েই হয়তো আমাদের আগামী দিনে বেঁচে থাকতে হবে। মানে আর পাঁচটা রোগের মতো করোনাও হয়তো থেকে যেতে পারে। কিন্তু এভাবে বাঁচতে গেলে সোশ্যাল দূরত্ব মানতেই হবে। আর এই সোশ্যাল দূরত্ব মানতে এবং বার গুলোকে নতুন করে খুলতে অভিনব পদ্ধতি আবিষ্কার করছে সাউথ কোরিয়া।
তারা বারে মানুষের বদলে রোবটকে কাজে লাগাচ্ছে। একটা রোবট ২৫টা বোতল থেকে নিমেষে বানিয়ে ফেলছে ককটেল। তাতে মুহূর্তের মধ্যে আইস বল দিয়ে সার্ভ করছে কাস্টমারকে। এই কাজ করতে কম করে চার থেকে পাঁচ জন মানুষ প্রয়োজন, যা নিমেষেই করে ফেলছে রোবট।
শুধু তাই নয় এই রোবট আবার কথাও বলছে। ছয় ফুট লম্বা রোবটের শরীরে বার টেন্ডারদের মতোই পোশাক। গলায় বো লাগানো। সে এসে জানতে চাইছে, "আমি আপনাকে কি সাহায্য করতে পারি?" বা 'ড্রিঙ্ক আপনার পছন্দ হয়েছে তো?" এই ধরণের কথাও বলছে তাঁরা কোরিয়ান ভাষায়। যা অবাক করেছে সকলে। এই ধরণের রোবট আবিষ্কার হয়েছিল ২০১৭ সালে। কিন্তু করোনার জন্য বাধ্য হয়েই এবার তাদের কাজে লাগাতে হচ্ছে বার মালিকদের। এতে মানুষের ভিড়ও বাড়ছে ধীরে ধীরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।