মানুষ নয়, ককটেল বানাচ্ছে রোবট ! পছন্দের ড্রিঙ্ক পৌঁছে দিচ্ছে কাস্টমারের টেবিলে !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সোশ্যাল দূরত্ব মানতে এবং বার গুলোকে নতুন করে খুলতে অভিনব পদ্ধতি আবিষ্কার করছে সাউথ কোরিয়া।
#সাউথ কোরিয়া: করোনার জন্য বদলে যাচ্ছে গোটা দুনিয়াটাই। গবেষকরা বলছেন, করোনা নিয়েই হয়তো আমাদের আগামী দিনে বেঁচে থাকতে হবে। মানে আর পাঁচটা রোগের মতো করোনাও হয়তো থেকে যেতে পারে। কিন্তু এভাবে বাঁচতে গেলে সোশ্যাল দূরত্ব মানতেই হবে। আর এই সোশ্যাল দূরত্ব মানতে এবং বার গুলোকে নতুন করে খুলতে অভিনব পদ্ধতি আবিষ্কার করছে সাউথ কোরিয়া।
তারা বারে মানুষের বদলে রোবটকে কাজে লাগাচ্ছে। একটা রোবট ২৫টা বোতল থেকে নিমেষে বানিয়ে ফেলছে ককটেল। তাতে মুহূর্তের মধ্যে আইস বল দিয়ে সার্ভ করছে কাস্টমারকে। এই কাজ করতে কম করে চার থেকে পাঁচ জন মানুষ প্রয়োজন, যা নিমেষেই করে ফেলছে রোবট।
শুধু তাই নয় এই রোবট আবার কথাও বলছে। ছয় ফুট লম্বা রোবটের শরীরে বার টেন্ডারদের মতোই পোশাক। গলায় বো লাগানো। সে এসে জানতে চাইছে, "আমি আপনাকে কি সাহায্য করতে পারি?" বা 'ড্রিঙ্ক আপনার পছন্দ হয়েছে তো?" এই ধরণের কথাও বলছে তাঁরা কোরিয়ান ভাষায়। যা অবাক করেছে সকলে। এই ধরণের রোবট আবিষ্কার হয়েছিল ২০১৭ সালে। কিন্তু করোনার জন্য বাধ্য হয়েই এবার তাদের কাজে লাগাতে হচ্ছে বার মালিকদের। এতে মানুষের ভিড়ও বাড়ছে ধীরে ধীরে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 6:19 PM IST