প্রতি বছর গ্রীষ্মে জলজ্যান্ত হোটেল পরিণত হয় নদীতে! জানুন বিশদে

Last Updated:

প্রতি বছর শীত শেষ হতে না হতেই, হোটেল গলে পরিণত হয় নদীতে। সুইডেনে রয়েছে এমনই এক হোটেল।

#সুইডেন: এ যেন ঠিক 'হজবরল'-এর ছিল রুমাল, হয়ে গেল একটা বিড়াল। শীত গিয়ে গ্রীষ্ম এলেই নাকি জলজ্যান্ত একটা হোটেল হয়ে যায় নদী। এমন অদ্ভুত ব্যাপার কেউ কখনও শুনেছে! তবে এমনটাই ঘটে। প্রতি বছর শীত শেষ হতে না হতেই, হোটেল গলে পরিণত হয় নদীতে। সুইডেনে রয়েছে এমনই এক হোটেল। অসাধারণ সুন্দর দেশ সুইডেন এসে অসংখ্য দ্বীপ, হ্রদ, পাহাড় এবং জঙ্গলে পূর্ণ প্রকৃতির সঙ্গে সঙ্গে, পর্যটকেরা উপভোগ করতে পারবেন এই হোটেলের বিশেষত্ব। এই বিশেষ হোটেল তৈরি করা হয়েছে বরফ দিয়ে।
শুধু হোটেলের বাইরে নয়, ভিতরে দেওয়াল থেকে শুরু করে আসবাব, সব কিছুই তৈরি বরফ দিয়ে। এমনকি রয়েছে বরফের রেস্তোরাঁ পর্যন্ত। প্রতি বছর শীতে পর্যটকদের জন্য বানানো হয় এই হোটেল। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে এটি। এর পরই জল হয়ে যায় গলে। এই বরফ অথবা জলের উৎস কিন্তু টর্ন নদী।
advertisement
২০১৬ সাল থেকে, এই হোটেলের কিছু কিছু অংশ স্থায়ী হিসেবে রাখা হয়েছে, সোলার চালিত কুলিং টেকনোলজি ব্যবহার করে। গোটা বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই হোটেল। তবে হোটেলটি কিন্তু সদ্য তৈরি নয়। তৈরি হয়েছে সেই ১৯৯২ সালে। একটি লিভিং ওশিয়ন স্যুটও রয়েছে হোটেলের ভিতর। এই স্যুটটি তৈরি করেছেন ইংল্যান্ডের একজন ডিজাইনার, জনাথন গ্রিন। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এসে থাকেন সুইডেনের এই বিখ্যাত হোটেলে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রতি বছর গ্রীষ্মে জলজ্যান্ত হোটেল পরিণত হয় নদীতে! জানুন বিশদে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement