২৭৭ বছরের পুরনো বিশালাকার ঘণ্টার খোঁজ মিলল, ওজন জানলে চমকে উঠবেন
Last Updated:
ঘণ্টাগুলির একেকটির ওজন প্রায় ২০০ কিলোগ্রাম ৷ এগুলির ব্যাস ৮০ সেন্টিমিটার এবং ২ সেন্টিমিটার চওড়া ৷ ঘণ্টা গুলি দু’টি ভাগে বিভক্ত ৷
#বেজিং: ২৭৭ বছরের পুরনো লোহার ঘণ্টার খোঁজ পাওয়া গেল চিনে ৷ বৃহস্পতিবার চিনের হেবেই প্রদেশের একটি ছোট্ট গ্রাম থেকে প্রায় তিনশ’ বছরের পুরনো বিশালাকার এই ঘণ্টা গুলি পাওয়া গিয়েছে ৷
স্থানীয় সংবাদ মাধ্যম জিংয়ুয়া সূত্রে খবর, ঘণ্টাগুলির একেকটির ওজন প্রায় ২০০ কিলোগ্রাম ৷ এগুলির ব্যাস ৮০ সেন্টিমিটার এবং ২ সেন্টিমিটার চওড়া ৷ ঘণ্টা গুলি দু’টি ভাগে বিভক্ত ৷ উপরের ভাগে আটটি চিহ্ন খোদাই করা রয়েছে ৷ সম্ভবত রাজা এবং রাজপুত্রের দীর্ঘ জীবন কামনায় ওই শুভ চিহ্নগুলি আঁকা হয়েছিল ৷ অন্যদিকে, ঘণ্টাটির নীচের ভাগে রয়েছে ৩০০টি চিহ্ন ৷ ওই অক্ষর চিহ্নগুলির মাধ্যমে ঘণ্টাগুলির ইতিহাস বর্ণনা করে হয়েছে৷
advertisement
advertisement
ঘণ্টার ইতিহাস চিনে বেশ প্রাচীন ৷ এই দেশে যে কোনও শুভ কাজে, অনুষ্ঠানে বা ধর্মীয় স্থানে ঘণ্টা বহুল ব্যবহৃত একটি সামগ্রী ৷ সঙ্গীত জগতেও চিনে ঘণ্টার ব্যবহার লক্ষ্যণীয় ৷ এই আবিষ্কার হেবেই প্রদেশের ঘণ্টা তৈরির শিল্প ও তাঁর ইতিহাস সম্পর্কে আরও খানিকটা আলোকপাত করবে বলেই ইতিহাদবিদের আশা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2018 11:41 AM IST