২৭৭ বছরের পুরনো বিশালাকার ঘণ্টার খোঁজ মিলল, ওজন জানলে চমকে উঠবেন

Last Updated:

ঘণ্টাগুলির একেকটির ওজন প্রায় ২০০ কিলোগ্রাম ৷ এগুলির ব্যাস ৮০ সেন্টিমিটার এবং ২ সেন্টিমিটার চওড়া ৷ ঘণ্টা গুলি দু’টি ভাগে বিভক্ত ৷

#বেজিং: ২৭৭ বছরের পুরনো লোহার ঘণ্টার খোঁজ পাওয়া গেল চিনে ৷ বৃহস্পতিবার চিনের হেবেই প্রদেশের একটি ছোট্ট গ্রাম থেকে প্রায় তিনশ’ বছরের পুরনো বিশালাকার এই ঘণ্টা গুলি পাওয়া গিয়েছে ৷
স্থানীয় সংবাদ মাধ্যম জিংয়ুয়া সূত্রে খবর, ঘণ্টাগুলির একেকটির ওজন প্রায় ২০০ কিলোগ্রাম ৷ এগুলির ব্যাস ৮০ সেন্টিমিটার এবং ২ সেন্টিমিটার চওড়া ৷ ঘণ্টা গুলি দু’টি ভাগে বিভক্ত ৷ উপরের ভাগে আটটি চিহ্ন খোদাই করা রয়েছে ৷ সম্ভবত রাজা এবং রাজপুত্রের দীর্ঘ জীবন কামনায় ওই শুভ চিহ্নগুলি আঁকা হয়েছিল ৷ অন্যদিকে, ঘণ্টাটির নীচের ভাগে রয়েছে ৩০০টি চিহ্ন ৷ ওই অক্ষর চিহ্নগুলির মাধ্যমে ঘণ্টাগুলির ইতিহাস বর্ণনা করে হয়েছে৷
advertisement
advertisement
ঘণ্টার ইতিহাস চিনে বেশ প্রাচীন ৷ এই দেশে যে কোনও শুভ কাজে, অনুষ্ঠানে বা ধর্মীয় স্থানে ঘণ্টা বহুল ব্যবহৃত একটি সামগ্রী ৷ সঙ্গীত জগতেও চিনে ঘণ্টার ব্যবহার লক্ষ্যণীয় ৷ এই আবিষ্কার হেবেই প্রদেশের ঘণ্টা তৈরির শিল্প ও তাঁর ইতিহাস সম্পর্কে আরও খানিকটা আলোকপাত করবে বলেই ইতিহাদবিদের আশা ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
২৭৭ বছরের পুরনো বিশালাকার ঘণ্টার খোঁজ মিলল, ওজন জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement