#পোল্যান্ড: জলের নীচে পড়ে ছিল বিশালাকার বোমাটি । সেটা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছিল । কিন্তু তার আগেই ফেটে গেল সেটি । ভয়ঙ্কর সেই বিস্ফোরণে জল উঠল কয়েক তলা সমান উঁচুতে ।
ঘটনাটি ঘটেছে উত্তর পোল্যান্ডে । বাল্টিক সাগরের কাছে একটি খাঁড়ির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাখা ছিল ৫ হাজার কেজি ওজনের ওই বোমাটি । ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়ে ওই বোমাটি ফেলে রয়্যাল এয়ারফোর্স।
জানা গিয়েছে, বোমাটি লম্বায় ছিল ৬ মিটারের মতো এবং ভিতরে ছিল ২.৪ টন টিএনটি । পোল্যান্ডের সিনোজেসির খাঁড়িতে ড্রেজিং করার সময় বোমাটির সন্ধান পাওয়া যায় । দেখা যায়, সেটি আজও সক্রিয় রয়েছে । তাই ওই বোমাটি নিষ্ক্রিয় করার তোড়জোড় শুরু হয় ।
প্রথমে নৌসেনা বোমাটির বিস্ফোরণ ঘটানোর কথা ভেবেছিল । কিন্তু বোমাটি যে স্থানে পড়েছিল, তার কাছেই রয়েছে একটি ব্রিজ । তাই পরে ওই পরিকল্পনা বাতিল করে বোমাটিকে না ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয় । সমস্ত আঁটঘাট বেঁধেই এ কাজে নেমেছিল সেনা । এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় । কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি । নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়ঙ্করভাবে ফেটে যায় সেটি । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bomb Explodes, Poland, World war II