হোম /খবর /বিদেশ /
নিজের লাইফ সাপোর্ট তরুণ রোগীকে দিয়ে মৃত্যু করোনায় আক্রান্ত বৃদ্ধার !

বহু বছর বেঁচেছেন, তাই নিজের লাইফ সাপোর্ট তরুণ রোগীকে দিয়ে মৃত্যু করোনায় আক্রান্ত বৃদ্ধার !

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেলজিয়ামের এক বৃদ্ধা।

  • Last Updated :
  • Share this:

#ব্রাসেলস: করোনা ভাইরাস এখন ভয়াবহ আকার ধারণ করেছে গোটা বিশ্বেই ৷ সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ এবং আমেরিকার ৷ সেখানে অধিকাংশ জায়গাতেই ঘণ্টায় ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ এরই মধ্যে বেলজিয়ামের এক হাসপাতালের ঘটনা সবার চোখেই  জল এনে দিল ৷

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেলজিয়ামের এক বৃদ্ধা। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শ্বাস-প্রশ্বাস চালু রাখার কৃত্রিম যন্ত্র প্রয়োজন পড়ে। কিন্তু সেই ভেন্টিলেটর তিনি ব্যবহার করতে চাননি। দিয়ে দেন হাসপাতালে তাঁর বেডের পাশে থাকা অপর এক তরুণ রোগীকে বাঁচানোর জন্য। বৃদ্ধার বক্তব্য ছিল, তিনি অনেকদিন বেঁচেছেন ৷ এবার এরা বাঁচুক ৷ লাইফ সাপোর্ট সরানোর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় বৃদ্ধার ৷ করোনার কাছে হার মানেন ৯০ বছরের সুজান হোয়েলেয়ার্টস ৷

গত ২০ মার্চ করোনা ভাইরাস ধরা পড়ে বৃদ্ধার শরীরে ৷ ভর্তি হন স্থানীয় একটি  হাসপাতালে ৷ শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল তাঁর। ভেন্টিলেটর লাগানোর তাই প্রয়োজন হয়। কিন্তু বৃদ্ধা ডাক্তারকে বলেন, ‘‘কৃত্রিম যন্ত্র আমি ব্যবহার করতে চাই না। এটিকে যত্ন করে রাখুন কোনও এক তরুণ রোগীর জন্য। এরই মধ্যে আমি বহু বছর বেঁচেছি। এবং একটি সুন্দর জীবন কাটিয়েছি।’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Belgium, Coronavirus, Suzanne Hoylaerts