Gunman attack in America: ৪৮ ঘণ্টাও কাটল না, ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা! এবার নিহত ৯

Last Updated:

মাত্র দু' দিন আগেই লস অ্য়াঞ্জেলেসে বন্দুকবাজের হামলার ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছিল।

একটি হামলার ঘটনায় অভিযুক্ত চিনা বংশোদ্ভূত মার্কিন ঝাও চুনলি নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। Photo-Twitter
একটি হামলার ঘটনায় অভিযুক্ত চিনা বংশোদ্ভূত মার্কিন ঝাও চুনলি নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। Photo-Twitter
ক্য়ালিফোর্নিয়া: ৪৮ ঘণ্টার মধ্য়ে ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। এবার ক্য়ালিফোর্নিয়ায় তিনটি পৃথক ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। নিহতদের মধ্য়ে দুই ছাত্রও রয়েছেন। আজই এ খবর জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।
মাত্র দু' দিন আগেই লস অ্য়াঞ্জেলেসে বন্দুকবাজের হামলার ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার উত্তর ক্য়ালিফোর্নিয়া এবং লোয়া অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।
advertisement
এর মধ্য়ে দু'টি গুলি চালানোর ঘটনা ঘটেছে উত্তর ক্য়ালিফোর্নিয়ার হাফ মুন বে-তে। সেখানে খামারের মধ্য়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় সাত জনের নিহত এবং তিন জন আহত হন। এই ঘটনায় অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।
advertisement
এর পাশাপাশি লোয়াতে একটি শিক্ষা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দু' জন ছাত্র নিহত হন। শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মীও গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।
আমেরিকায় পর পর বন্দুকবাজের হামলার ঘটনায় ফের সেই পুরনো বিতর্কই মাথাচাড়া দিচ্ছে। সাধারণ মানুষ সহজেই আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে যাওয়াই এই ধরনের ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে যাওয়ার মূল কারণ বলে অভিযোগ উঠছে।
advertisement
গত বছর আমেরিকায় এই ধরনের ৬৪৭টি হামলার ঘটনা ঘটে। যেখানে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকবাজ। শুধুমাত্র ২০২২ সালেই আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে ৪৪ হাজার মানুষের মৃত্য়ু হয়েছে। যার অর্ধেকই আত্মহত্য়ার ঘটনা।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Gunman attack in America: ৪৮ ঘণ্টাও কাটল না, ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা! এবার নিহত ৯
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement