কাবুলে বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
Last Updated:
কাবুলে বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
#কাবুল: কাবুলে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৪০ জনের। আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে চারজন সেনা জওয়ান ও দুই পুলিশকর্মী রয়েছেন। নিহতরা সকলেই সাধারণ নাগরিক।
শনিবার স্থানীয় সময় দুপুর একটা নাগাদ বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্স নিয়ে সেনা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে এক আত্মঘাতী জঙ্গি। পুরনো স্বরাষ্ট্রমন্ত্রকের চেকপোস্টের কাছে গাড়ি আটকালে নিরাপত্তারক্ষীদের লক্ষ করে গুলি চালায় ওই জঙ্গি।
পাল্টা গুলি চলতেই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের জেরে সেদারত স্কোয়ার এলাকায় একাধিক বিল্ডিংয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর থেকে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান।
advertisement
advertisement
#WATCH: Spot of the bomb blast in Kabul which killed 17, injuring 110 #Afghanistan pic.twitter.com/jenhdgdlQI
— ANI (@ANI) January 27, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2018 6:48 PM IST