#গোপালগঞ্জ: নৃশংস ! বর্বর ! মাত্র ৬ বছর বয়সের এক শিশুকন্যাকে গলা কেটে খুন করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ৷
প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবেশেষে এক পরিত্যক্ত জায়গায় পাওয়া যায় শিশুর গলা কাটা মৃতদেহ ৷ ঘটনায় জড়িতসন্দেহে প্রতিবেশী আজিম মোল্লা ও নূর মহম্মদ মোল্লা নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
মৃত শিশুটি স্থানীয় চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ৷ নিহত শিশুর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে প্রতিবেশীর ছেলে নূর মহম্মদ (১৪) বিকেলে খেলার জন্য তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ তারপর আর ফেরেনি ৬ বছরের সুমা ৷ এরপর রাত আড়াইটার সময় একটি পরিত্যক্ত ভিটায় পাওয়া যায় শিশুর গলা-কাটা লাশ ৷ ধৃতদের জেরা করা হচ্ছে ৷ শিশুর দেহ গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child Murder Case