বাবার শবযাত্রায় সুন্দরীদের পোল ডান্স ! ইন্টারনেটে ভাইরাল ভিডিও
Last Updated:
শবযাত্রায় ঠাকুরের নাম শুনেছেন ৷ হরিবোলের টানও শুনেছেন ৷ এমনকী, ফুল, মালা হাতে নিয়ে অসংখ্য মানুষের ভিড়ও
#তাইওয়ান: শবযাত্রায় ঠাকুরের নাম শুনেছেন ৷ হরিবোলের টানও শুনেছেন ৷ এমনকী, ফুল, মালা হাতে নিয়ে অসংখ্য মানুষের ভিড়ও দেখেছেন ৷ তবে গোটা তাইওয়ান যা দেখল, তা দেখে গোটা দুনিয়া অবাক !
বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, গত মাসে ৭৬ বছর বয়সে মৃত্যু হয় তাইওয়ানের স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা টুং সিয়াং ৷ আর এই নেতার শবযাত্রাতেই ৫০ জন বিকিনি সুন্দরীকে দিয়ে গাড়ির ওপর গড়ানো হয় পোল ডান্স ! এরকম শবযাত্রা দেখে তো অবাক তাইওয়ানবাসী ৷ তবে কিছুদিন আগে এই শবযাত্রার ভিডিও ইন্টারনেটে উঠতেই গোটা দুনিয়াও হতবাক ৷ ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দয়ায় ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও ৷
advertisement
নেতার পরিবার জানিয়েছেন, টুং সিয়াং বেঁচে থাকতে খুবই পার্টি করতেন ৷ তাঁরই ইচ্ছে ছিল মৃত্যুর পর শবযাত্রাও যেন হোক হ্যাপেনিং ৷ নেতার শেষ ইচ্ছে পূরণ করতেই এই ব্যবস্থা করেছে নেতার পরিবার ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2017 7:36 PM IST