লন্ডনে বিভীষিকা! ট্রাকে বোঝাই ৩৯টি দেহ উদ্ধার

Last Updated:

এসেক্স পুলিশ জানিয়েছে, রাত ১.৪০ নাগাদ ঘটনাটি নজরে আসে। পূর্ব লন্ডনে গ্রেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি আটক করা হয়৷ ৩৮টি দেহ পূর্ণ বয়স্কের৷ একটি দেহ টিনেজারের৷

#লন্ডন: সাক্ষাত্‍ মৃত্যু-যান! একের পর এক দেহ ঠাসা৷ বোঝাই করে রাখা লরিতে৷ বুধবার লন্ডন দেখল বিভীষিকা! একটি ট্রাকের কন্টেনারে মিলল ৩৯টি মৃতদেহ৷ পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, ট্রাকটি এসেছে বুলগেরিয়া থেকে৷
এসেক্স পুলিশ জানিয়েছে, রাত ১.৪০ নাগাদ ঘটনাটি নজরে আসে। পূর্ব লন্ডনে গ্রেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি আটক করা হয়৷ ৩৮টি দেহ পূর্ণ বয়স্কের৷ একটি দেহ টিনেজারের৷ ঘটনায় নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা ২৫ বছরের এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশের অনুমান, ওই যুবক সিরিয়াল কিলার৷ ট্রাকটি ওই যুবকই চালাচ্ছিল৷
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এমারজেন্সি সার্ভিস। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছেন, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ১৯ অক্টোবর ট্রাকটি বুলগেরিয়া থেকে ব্রিটেনে ঢোকে৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, 'ঘটনার দিকে নজর রাখছি৷ পুলিশের কাছ থেকে খবর নিচ্ছি৷ ঠিক কী ঘটেছে, এসেক্স পুলিশকে তা জানতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লন্ডনে বিভীষিকা! ট্রাকে বোঝাই ৩৯টি দেহ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement