#তাজাকিস্তান: ১৫০০ কয়েদিকে রাখা হয়েছিল এই জেলে। সব কয়েদিই বড় বড় নাশকতা করার জন্যই এই জেলে এনে রাখা হয়েছিল। তাদের খুন করতে দু মিনিট সময় লাগে না। হাত কাঁপেও না। কারণ খুন করাতে তাদের থেকে বেশি সিদ্ধহস্ত বোধহয় আর কেউ নেই। এই জেলেই কয়েদিরা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধায়। সেই ঝামেলায় একে অপরকে মারতে শুরু করে তারা। ধর্ম নিয়েও চলে মার দাঙ্গা।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলের দায়িত্বে থাকা আধিকারিকরা গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়। ৩২ জনের মধ্যে ২৪ জন কয়েদি। এই নাশকতার ঘটনাটি ঘটেছে তাজাকিস্তানের রাজধানিতে অবস্থিত জেলে। যদিও এই রকম নাশকতা এই জেলে আগেও হয়েছে বলে জানা যাচ্ছে। কয়েদিরা শুধু মারপিট করেই থেমে যায়নি। তারা জেলের আস্তাবলে আগুনও লাগিয়ে দেয়।