হোম /খবর /বিদেশ /
মাটি খুঁড়ে উদ্ধার ২২৭টি বলি দেওয়া শিশুর কঙ্কাল!

মাটি খুঁড়ে উদ্ধার ২২৭টি বলি দেওয়া শিশুর কঙ্কাল!

photo: Lima

photo: Lima

হুয়ানশাকোতে সম্ভবত ১২০০ থেকে ১৪০০ শিশুকে বলি দেওয়া হয়েছিল তাদের ধারনা৷

  • Last Updated :
  • Share this:

    #লিমা: মাটি খুঁড়ে উদ্ধার হল ২২৭টি শিশুর দেহ৷ ধারনা করা হচ্ছে ওই ২২৭টি শিশুকে বলি দিয়ে পুঁতে দেওয়া হয়েছিল৷ পেরুর লিমার বিচ হুয়ানশাকো থেকে উদ্ধার হওয়া শিশুদের প্রি-কলম্বিয়ান চিমু সংস্কৃতিতে বলি দেওয়া হয়েছিল বলে অনুমান নৃতত্ববিদদের৷

    নৃতত্ববিদ ফেরেন ক্যাস্টিও জানান, এখনও পর্যন্ত নরকঙ্কাল উদ্ধার হওয়ার এটাই বৃহত্তম স্থান৷ উদ্ধার হওয়া শিশুদের সকলেরই বয়স ১৪ বছরের মধ্যে৷ চিমু সংস্কৃতির প্রথা অনুযায়ী ভগবানের উদ্দেশে তাদের বলিদান করা হয়েছিল৷ এল নিনোর হাত থেকে বাঁচতে বর্ষাকালে শিশু বলি দেওয়ার এই প্রথা পালন করতো তারা৷ সমুদ্রের দিকে মুখ করে শিশুদের বলি দেওয়া হয়েছিল৷ কিছু কিছু শিশুর কঙ্কালে এখনও ত্বক ও চুল লেগে রয়েছে৷

    হুয়ানশাকোতে সম্ভবত ১২০০ থেকে ১৪০০ শিশুকে বলি দেওয়া হয়েছিল তাদের ধারনা৷ ২০১৮ সালের এপ্রিল মাসে হুয়ানশাকিতোর কাছে পম্পা লা ক্রুজ এলাকা থেকে ১৪০টি শিশুর কঙ্কাল ও ২০০টি ভেড়ার কঙ্কাল উদ্ধার হয়৷ জুন মাসে উদ্ধার হয় ৫৬টি কঙ্কাল৷

    পেরুর সমুদ্রতট ধরে ইকুয়েডর পর্যন্ত বিস্তৃত ছিল চিমু সভ্যতা৷ ১৪৭৫ সালে ইনকা সাম্রাজ্য দখল করে নেয় এই এলাকা৷

    First published:

    Tags: Lima, Peru, Skeleton